যোধপুরে দুর্ঘটনায় পড়ল বায়ুসেনার মিগ ২৭, এক চুলের জন্য বাঁচলেন পাইলট
ABP Ananda, Web Desk | 04 Sep 2018 01:07 PM (IST)
যোধপুর: ফের দুর্ঘটনায় বায়ুসেনার মিগ ২৭ যুদ্ধবিমান। আজ সকালে রুটিন সফরের সময় যোধপুরের বানাদ এলাকায় একটি ক্ষেতে ভেঙে পড়ে বিমানটি। তবে কোনও প্রাণহানি ঘটেনি, দুর্ঘটনার আগেই বিমান ছেড়ে নিরাপদে অবতরণ করেন পাইলট। এক আসনের মিগ ২৭ বিমানটি রাশিয়ায় তৈরি, যোধপুর বায়ুসেনা ছাউনি থেকে উড়ান শুরুর কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে সেটি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল জানতে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল সুবীর ঘোষ। পাইলটকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ বলেছে, এই ঘটনায় কোনও প্রাণ বা সম্পত্তিহানি ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা দেখেন, দুটি যুদ্ধবিমান এক সঙ্গে উড়ছে কিন্তু একটি আচমকা মাঠের দিকে নেমে আসে ও বানাদের দেবালিয়া গ্রামের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।