রাঁচি: পশুখাদ্য কেলেঙ্কারি কাণ্ডে সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ যাদবের এখন দিন কাটছে রাঁচির রাজেন্দ্র আয়ুর্বিজ্ঞান সংস্থান হাসপাতালে। আদালত হাসপাতালে থেকে চিকিৎসার অনুমতি দিয়েছে তাঁকে। কিন্তু এতেও শান্তিতে নেই আরজেডি সুপ্রিমো। হাসপাতালের বাইরে নেড়ি কুকুরগুলো সারা রাত এমন চেঁচামেচি করছে যে তিনি নাকি ঘুমোতে পারছেন না। তাঁর দাবি, তাঁকে অন্য কোথাও পাঠানো হোক।
লালুর বক্তব্য, সন্ধে হতেই তাঁর জানালার বাইরে ভিড় করছে দুনিয়ার কুকুর। শুরু হচ্ছে চিৎকার চেঁচামেচি। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে সবকটা মিলে বসিয়ে দিচ্ছে ‘সাংবাদিক বৈঠক’। ফলে তিনি শান্তিতে ঘুমোতে পারছেন না, ঘুম এলেও বারবার ভেঙে যাচ্ছে। এছাড়া হাসপাতালের বাইরে জমা জল আর ময়লা নিয়েও চিন্তিত লালু। তাঁর ভয়, এবার না তাঁর ডেঙ্গি বা চিকনগুনিয়া হয়। তাই তাঁর দাবি, এখনই তাঁকে এই হাসপাতালের নতুন তৈরি পেইং ওয়ার্ডে সরিয়ে দেওয়া হোক, সেখানে শান্তিতে থাকবেন তিনি।
লালুর এই সব অশান্তির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আসরে নেমে পড়েছে জেডিইউ। তাদের মুখপাত্র নীরজ কুমার টুইট করেছেন, দেখুন, এতদিন তো লালু চেষ্টা করছিলেন, কী করে আদালতকে এড়িয়ে থাকবেন। আর এখন ভয় পাচ্ছেন মশা আর কুকুরকে! হে ভদ্রমহোদয়, আপনার রাজত্বকালে বিহারের জনতাও এতটাই ভয়ে ভয়ে ছিল।
দিনরাত চেঁচাচ্ছে কুকুর, ভেঙে যাচ্ছে ঘুম, হাসপাতালের বিছানায় তিতিবিরক্ত লালু
ABP Ananda, Web Desk
Updated at:
04 Sep 2018 10:05 AM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -