নয়াদিল্লি: ইউপিএ জমানায় দেওয়া সরকারি ব্যাঙ্কের ঋণ সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগের পাল্টা পি চিদম্বরম বললেন, কেন্দ্রের বর্তমান এনডিএ সরকারের আমলে দেওয়া কতগুলি লোন অনুৎপাদক সম্পদ বা নন পারফর্মিং অ্যাসেটে (এনপিএ) পরিণত হয়েছে, সংখ্যাটা প্রকাশ করা হোক। দফায় দফায় ট্যুইট করে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রশ্ন করেন, আগের ইউপিএ সরকারের আমলে দেওয়া যেসব ব্যাঙ্কঋণ অনাদায়ী রয়েছে, সেগুলি কেন ফিরিয়ে নেয়নি এখনকার কেন্দ্রীয় সরকার। ২০১৪-র মে মাসের পর দেওয়া কতগুলি লোন এবং এনপিএ হয়েছে, অর্থের পরিমাণটা কত?







সংসদেও এই প্রশ্ন তোলা হয়েছিল, যদিও কোনও জবাব মেলেনি বলে দাবি করেন চিদম্বরম।



প্রসঙ্গত, ২০১৪-র মে মাসেই কেন্দ্রে ক্ষমতায় আসে মোদীর নেতৃত্বাধীন বিজেপি-এনডিএ সরকার।




গতকাল মোদী এক অনুষ্ঠানে কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস-ইউপিএ সরকারকে কাঠগড়ায় তুলে অভিযোগ করেন, ২০১৪-র আগে ওদের শাসনে দেওয়া প্রায় ১.৭৫ লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋণ আদায়ে ১২ জন বড় ঋণখেলাপীর বিরুদ্ধে পদক্ষেপ শুরু হয়েছে। আরও ২৭টি বড় অঙ্কের লোন অ্যাকাউন্ট থেকে প্রায় ১ লক্ষ কোটি টাকা উদ্ধারের কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।
চিদম্বরম বলেন, ইউপিএ আমলে দেওয়া ঋণ অনাদায়ী রয়েছে, প্রধানমন্ত্রী মোদীর এই অভিযোগ যদি ঠিক বলে ধরেও নেওয়া যায়, তাহলেও প্রশ্ন ওঠে, সেইসব ঋণের কতগুলি বর্তমান এনডিএ জমানায় রিনিউ বা রোলড ওভার হয়েছে, কেন সেগুলি প্রত্যাহার না করে পুরানো লোন শোধ করতে নতুন করে ঋণ দেওয়া হল?