নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর মুসলিম প্রধান হওয়ার জন্যই কেন্দ্রের সরকার তার বিশেষ মর্যাদা প্রত্যাহার করল, সেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হলে তা করত না বলে মন্তব্য করে বিজেপির নিশানায় পি চিদম্বরম। বিজেপি নেতারা তাঁর তীব্র নিন্দা করে বলেছেন, এমন মন্তব্য দুর্ভাগ্যজনক, অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন, উসকানিমূলক।
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা রদ করায় চেন্নাইয়ে এক অনুষ্ঠানে সরব হন ইউপিএ জমানার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, জম্মু ও কাশ্মীর হিন্দুপ্রধান রাজ্য হলে বিজেপি তার বিশেষ মর্যাদা ‘কেড়ে নিত না’, মুসলিমরা সেখানে সংখ্যাগরিষ্ঠ বলেই করল। বিজেপি ‘পেশীশক্তির জোরে’ ৩৭০ ধারা বিদায় করেছে বলেও মন্তব্য করেন তিনি। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি অস্থির বলে দাবি করে চিদম্বরমের সংযোজন, আন্তর্জাতিক মিডিয়া সেই অশান্তি কভার করলেও দেশীয় সংবাদমাধ্যমে তা ধরা পড়ছে না। তিনি বলেন, ওরা (বিজেপি) বলছে, কাশ্মীর স্বাভাবিক। সত্যিই তাই?
আজ কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ চিদম্বরমের বিরুদ্ধে চরম দায়িত্বজ্ঞানহীন, উসকানিমূসক মন্তব্যের অভিযোগ করেন, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি, শিবরাজ সিংহ চৌহান বলেন, কংগ্রেস ৩৭০ ধারা বাতিলে সাম্প্রদায়িক রং চড়াচ্ছে!
৩৭০ ধারা বাতিলের পদক্ষেপের সমর্থনে সওয়াল করে নকভির দাবি, কংগ্রেসের কয়েক দশকের আগের ভুল সংশোধন করল কেন্দ্রের সরকার। আরও বলেন, জাতীয় স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ বলেন, কংগ্রেসের সংকীর্ণ মানসিকতার পরিচয় এটা। সেজন্যই ওরা ইস্যুটাকে হিন্দু-মুসলিম দৃষ্টিকোণ থেকে দেখছে।
রবিশঙ্করও বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষ, তাদের উন্নয়নের স্বার্থেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসকে তোপ দেগে তিনি বলেন, গত কয়েক দশকের হিংসায় উপত্যকায় নিহত ৪২০০০ এর বেশি মানুষের অধিকাংশই যে মুসলিম, এটা কি ঠিক নয়।