নয়াদিল্লি: ভারতের বায়ুসেনা ও নৌবাহিনীর প্রধান পাবেন জেড-প্লাস নিরাপত্তা। তাঁদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা সংক্রান্ত নিরাপত্তা সংস্থাগুলির সতর্ক বার্তার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সূত্রে এ খবর জানানো হয়েছে।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল বিএস ধানোয়া ও চিফ অফ নেভাল স্টাফ অ্যাডমিরাল সুনীল লান্বার নিরাপত্তা সংক্রান্ত বিপদের আশঙ্কাগুলি বিস্তারিত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি এক আধিকারিক জানিয়েছেন, বায়ুসেনা প্রধান ও নৌবাহিনীর প্রধানকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হবে।

সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে ইতিমধ্যেই জেড-প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে।

জেড প্লাস সিকিউরিটির সঙ্গে বায়ুসেনা ও নৌবাহিনীর প্রধানের সংশ্লিষ্ট বাহিনীর কম্যান্ডোদের নিরাপত্তা বহাল থাকবে। এরসঙ্গে যুক্ত হবে কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা সংস্থাগুলির পেরিফেরিয়াল নিরাপত্তার বন্দোবস্ত করবে।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় নারকীয় জঙ্গি হামলায় ৪০ জওয়ানের মৃত্যুর পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পায়।

পুলওয়ামার হামলার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়। বায়ুসেনাও সন্ত্রাস বিরোধী অভিযান চালায় এবং গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে ঢুকে বালাকোটে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবির বোমা বর্ষণ করে গুঁড়িয়ে দেয়। এর পরের দিন পাকিস্তানও এফ ১৬ সহ ২৪ টি যুদ্ধবিমান নিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। কিন্তু ভারতীয় বাহিনীর তাড়া খেয়ে বিমানগুলি ফিরে যায়। এরমধ্যে একটি এফ ১৬ বিমান ধ্বংস করে দেয় ভারতীয় বাহিনী।