কাবরা যে ছবি পোস্ট করেছেন, সেখানে বাচ্চাদের একটা জনপ্রিয় খেলার ছবি। একদল শিশু এই খেলা খেলছে। ছবি পোস্ট করে কাবরা লিখেছেন, এই খেলাটা মনে আছে? এর নামটা জানেন?
কাবরার এই পোস্ট প্রচুর লাইক পেয়েছে। রিট্যুইটও হয়েছে দেদার। কমেন্টস সেকশনে অনেকেই শৈশবের স্মৃতি রোমন্থন করেছেন। কাবরা-র ট্যুইটের জবাবে অনেকেই বলেছেন, এই খেলার নাম 'পোশাম্পা'।
এই খেলার সময় যে ছড়াটি বলা হত, তা কারুর কারুর দিব্যি মনে আছে। তাঁরা তা শেয়ারও করেছেন।
গ্রাম বাংলাতেও কিন্তু এই খেলার ব্যাপক প্রচলন ছিল। সম্ভবত খেলাটির নাম 'ওপেন টু বাইস্কোপ'। ছড়ার পংক্তিগুলি এ রকম- 'ওপেন টু বাইস্কোপ, নাইন টেন তেইশ কোপ, সুলতানা বিবিয়ানা, সাহেব বাবুর বৈঠকখানা, সাহেব বলেছে যেতে, পান সুপারি খেতে.....'।
খেলাটা অনেকটা এ রকম। দুজন মুখোমুখি দাঁড়িয়ে হাত উঁচু করে পরস্পরের সঙ্গে মিলিয়ে তোরণ তৈরি করে। আর খেলোয়াড়রা রেলগাড়ির মতো সারি বেঁধে ছড়া বলতে বলতে ওই তোরণের মধ্য দিয়ে যাতায়াত করতে থাকে। ছড়া শেষ হওয়া মাত্র তোরণ বন্ধ হয়ে যাবে। তোরণের মধ্যে থাকা খেলোয়াড় ধরা পড়ে।
আসলে সম্ভবত কোনও খেলার জন্য দল গঠনের জন্য খেলা হয়। তোরণ যারা তৈরি করে তারা দুই দলের প্রধান।
এই খেলা সম্পর্কে আরও জানা রয়েছে? নিচের 'মঞ্চ' সেকশনে গিয়ে জানান।