ভোটের আগে সংগঠনে জোর, উত্তরবঙ্গ সফরে এলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Oct 2020 08:30 AM (IST)
আগামী বছর বিধানসভা ভোটের আগে মূলত সংগঠন জোরদার করতেই তাঁর এই রাজ্য সফর।
জলপাইগুড়ি: উত্তরবঙ্গ সফরে এলেন বিজেপির সর্জেবভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ২০২১ বিধানসভা ভোটের আগে মূলত সংগঠন জোরদার করতেই তাঁর এই রাজ্য সফর। সাংগঠনিক বৈঠকের পাশাপাশি রয়েছে কোর কমিটির বৈঠকও। আজ বেলা ১১টা নাগাদ দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন নাড্ডা। তাঁর সঙ্গে রাজ্যে আছেন বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্তোষ। সাড়ে ১১টা নাগাদ বিমানবন্দর থেকে নৌকাঘাটে যান। ঠাকুর পঞ্চাননের মূর্তিতে মাল্যদানের পর আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেন তিনি। এরপর সেবক রোডের একটি হোটেলে উত্তরবঙ্গের নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।