মহিলা মন্ত্রীকে আইটেম বলেছেন কমল নাথ, প্রতিবাদে আজ মৌনব্রতে বসলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Oct 2020 12:05 PM (IST)
বেলা দশটা থেকে বারোটা পর্যন্ত মৌনব্রত পালন করেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভারত সেই দেশ যেখানে দ্রৌপদীর অপমানে মহাভারত হয়েছিল।
ভোপাল: রাজ্যের মন্ত্রী ইমারতি দেবীকে আইটেম বলেছেন। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের এই মন্তব্যের জেরে মধ্য প্রদেশে তুলকালাম চলছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান প্রতিবাদে আজ ২ ঘণ্টা মৌনব্রত পালন করেন। তিনি বলেছেন, কংগ্রেস মহিলাদের সম্মান করতে জানে না। বেলা দশটা থেকে বারোটা পর্যন্ত মৌনব্রত পালন করেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভারত সেই দেশ যেখানে দ্রৌপদীর অপমানে মহাভারত হয়েছিল। মানুষ এমন কথা সহ্য করবে না। কমলনাথের মন্তব্য শুধু ইমারতি দেবীর অপমান নয়, রাজ্যের সব কন্যা, ভগিনীদের অপমান। যিনি এতদিন কংগ্রেসের সেবা করেছেন তাঁর প্রতি এমন আপত্তিকর মন্তব্য করেছেন কমলনাথ। তাঁর লজ্জা হওয়া উচিত। সামনে মধ্য প্রদেশে বিধানসভা ভোট। রবিবার প্রচারে নেমে কমলনাথ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা ইমারতি দেবীকে আইটেম বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের প্রার্থী ওঁর মত নন... ওঁর নাম কী? (সবাই চেঁচিয়ে ওঠে, ইমারতি দেবী) আপনারা ওঁকে চেনেন, আমাকে সাবধান করতে পারতেন.. এটা কী আইটেম, বলেন কমলনাথ। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কমলনাথের তীব্র সমালোচনা করে বলেছেন, এটাই কংগ্রেসের আদর্শ। প্রথমে দিগ্বিজয় সিংহ কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনকে নিয়ে কিছু বলেছিলেন, আমি মনে করতে পারছি না। এবার কমলনাথ বিজেপি নেত্রী ইমারতি দেবীকে আইটেম বলেছেন, অজয় সিংহ বলেছেন, জিলিপি। কংগ্রেস মহিলাদের সম্মান করতে জানে না। ইমারতি দেবীও কমলনাথের পদত্যাগ দাবি করেছেন। বলেছেন, এ ধরনের লোকের মধ্যপ্রদেশে থাকারই কোনও অধিকার নেই। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর ওঁকে দল থেকে বহিষ্কার করা উচিত। তিনিও একজন মহিলা এবং মা, তাঁর মেয়ের সম্পর্কে কেউ এমন মন্তব্য করলে তিনি কি সহ্য করবেন? প্রশ্ন ইমারতির।