বেজিং: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অরুণাচল প্রদেশ সফর নিয়ে তীব্র আপত্তি জানাল চিন। আজ মোদির অরুণাচল সফর নিয়ে এক প্রশ্নের জবাবে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, ‘চিন-ভারত সীমান্তের প্রশ্নে চিনের অবস্থান স্পষ্ট। চিন সরকার কোনওদিনই তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি। চিন-ভারত সীমান্তের পূর্ব অংশে ভারতের নেতাদের সফরের তীব্র বিরোধী চিন।’


আজ অরুণাচল সফরে গিয়ে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মোদি। তিনি জানান, উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে যোগাযোগব্যবস্থার উন্নতির উপর জোর দিচ্ছে সরকার। মোদির অভিযোগ, আগের সরকারের আমলে অরুণাচল প্রদেশে সড়ক, রেল, বিমান ও বিদ্যুৎ পরিষেবা অবহেলিত হয়েছে। এরপরেই চিনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির স্বার্থে ভারতের নেতাদের অরুণাচল সফর থেকে বিরত থাকা উচিত।

ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে পাল্টা বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতের নেতারা দেশের অন্যান্য অংশের মতোই মাঝেমধ্যে অরুণাচল প্রদেশ সফরেও যান। চিনকে বেশ কয়েকবার এই অবস্থানের কথা জানিয়ে দেওয়া হয়েছে।’