নয়াদিল্লি: এবার করোনা হানায় বিপর্যন্ত চিনা রাজধানী বেজিং সংলগ্ন এলাকা। ভাইরাসের দাপট মাথাচাড়া দিয়ে উঠেছে সেখানে। সংক্রমণ ভীতিতে সোমবার রাজধানী সংলগ্ন বিভিন্ন জায়গায় লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
বেজিং শহরের প্রশাসনিক প্রতিনিধি লি জুঞ্জি জানিয়েছেন, হেইডিয়ান জেলার পাইকারি বাজারে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। তারপরই ওই বাজার ও কাছাকাছি বেশ কয়েকটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।


সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে স্থানীয় বাসিন্দাদের কড়া লকডাউন বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। চিনে বিভিন্ন জায়গায় আনলক ঘোষণার পর থেকেই নতুন করে সংক্রমণের খবর মিলতে শুরু করে বিভিন্ন জায়গা থেকে। তাই এবার রাজধানীর আশেপাশে সংক্রমণ ধরা পড়তেই ব্যবস্থা নিল সরকার। সোমবার থেকে বেজিং সহ সংলগ্ন ১০টি জায়গায় নতুন করে লকডাউন ঘোষিত হল।


রবিবারই বেজিংয়ে নতুন করে ৮ জনের শরীরে ভাইরাসের অস্তিত্ব মেলে। গত কয়েকদিনের সংক্রমণের হিসেব করলে মোট সংখ্যা দাঁড়ায় ৫৪। প্রত্যেকেই বেজিংয়ের ওই বাজারে সবজি সরবরাহকারী।

চিনে নতুন করে ৭৪ জনের শরীরে করোনা সংক্রমণের খোঁজ মিলেছে। এপ্রিলে এপিসেন্টার উহানে ভাইরাসের দাপট নিয়ন্ত্রণে আসার পর চিনে এত সংক্রমণ হয়নি।