নয়াদিল্লি: পূর্ব লাদাখ সীমান্তে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য বিভিন্ন স্তরে আলোচনা চলছে। এরই মধ্যে স্বস্তির খবর পাওয়া যাচ্ছে। চিনের সেনাবাহিনী দুই থেকে আড়াই কিলোমিটার পিছিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় সেনাও একই পথে হাঁটছে। সীমান্ত থেকে কিছু জওয়ান ও যুদ্ধে ব্যবহৃত গাড়ি সরানো হয়েছে। ফলে সীমান্তে উত্তেজনা কমার ইঙ্গিত মিলেছে।


গত শনিবার ভারত ও চিনের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল স্তরে সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠক হয়। এরপর রবিবার ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ‘ভারত ও চিনের সেনাবাহিনী শান্তিপূর্ণভাবে পূর্ব লাদাখ সীমান্তে সমস্যা মিটিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। দ্বিপাক্ষিক চুক্তি ও দু’দেশের সরকারের মধ্যে হওয়া সমঝোতা অনুসারেই সীমান্ত সমস্যা মেটানো হচ্ছে।’ এরপরেই সীমান্ত থেকে সেনা সরানো শুরু হল। সূত্রের খবর, চলতি সপ্তাহে ফের বিভিন্ন জায়গায় দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বৈঠক হবে।

অন্যদিকে, আজ চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং জানিয়েছেন, ‘দু’দেশই একমত হয়েছে, মতপার্থক্যকে সংঘাতের পর্যায়ে নিয়ে যাওয়া হবে না। কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর বিষয়ে যোগাযোগ রেখে চলা হবে।’