নয়াদিল্লি: কোভিড-১৯ সংক্রামিত রোগীদের চিকিত্সায় অ্যান্টি-ভাইরাল ওষুধ ফ্যাভিপিরাভির বাজারে আনতে চলেছে ওষুধ নির্মাতা কোম্পানি সিপলা। এই অফ-পেটেন্ট ড্রাগটি তৈরি করেছে কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিকেল টেকনোলজি। আদতে ড্রাগটি বের করেছে জাপানের ফুজি ফার্মা। কোভিড-১৯ রোগীদের, বিশেষ করে যাঁরা মৃদু থেকে মাঝারি মাত্রায় সংক্রামিত, চিকিত্সায় ক্লিনিকাল পরীক্ষায় ফাভিপিরাভির প্রয়োগ করে ভাল প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, সিএসআইআর-আইআইসিটি এই অ্য়াক্টিভ ফার্মাসিউটিকাল ইনগ্রেডিয়েন্ট(এপিআই)-এর সংমিশ্রণ ঘটাতে স্থানীয় ভাবে পাওয়া উপাদান, রাসায়নিক প্রয়োগ করে কস্ট এফেক্টিভ প্রক্রিয়া বের করেছে, সেই প্রযুক্তি হাতবদল করেছে সিপলাকে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সিপলা তাদের ম্যানুফ্যাকচারিং কেন্দ্রে প্রযুক্তি সংক্রান্ত প্রক্রিয়াটি জোরদার করে দেশের ড্রাগ কন্ট্রোলার জেনারেলকে (ডিসিজিআই) আবেদন করে, ভারতে ওষুধটি চালু করার অনুমতি দেওয়া হোক তাদের। ডিসিজিআই দেশে জরুরি ভিত্তিতে ফ্যাভিপিরাভির ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। তাই কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সাহায্য়ে ওষুধটি বাজারে চালু করতে পুরোপুরি তৈরি সিপলা।
এ ব্যাপারে সিএসআইআর-আইআইসিআর এর ডিরেক্টর এস চন্দ্রশেখর বলেছেন, প্রযুক্তিটি অত্যন্ত কার্যকর, উপযোগী, সাধ্যের মধ্যে এবং সিপলা অল্প সময়ের মধ্যেই প্রচুর পরিমাণে ওষুধটা বানাতে পারবে।
সিএসআইয়ের ডিরেক্টর জেনারেল শেখর সি মান্ডে বলেছেন, তাঁরা কোভিড-১৯ রোগীদের কষ্ট লাঘব করতে দ্রুত সমাধানের জন্য শিল্প মহলের সঙ্গে একযোগে কাজ করছেন। সিএসআইআর যে শীঘ্রই উদ্দেশ্যমুখী ওষুধ বাজারে আনতে দায়বদ্ধ, সিপলার সঙ্গে তাদের হাত মেলানোই তার প্রমাণ।
কোভিড-১৯ সংক্রামিত রোগীদের চিকিত্সায় বাজারে ‘ফ্যাভিপিরাভির’ আনছে সিপলা, জানাল সিএসআইআর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jul 2020 07:21 PM (IST)
কোভিড-১৯ সংক্রামিত রোগীদের চিকিত্সায় অ্যান্টি-ভাইরাল ওষুধ ফ্যাভিপিরাভির বাজারে আনতে চলেছে ওষুধ নির্মাতা কোম্পানি সিপলা। এই অফ-পেটেন্ট ড্রাগটি তৈরি করেছে কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিকেল টেকনোলজি। আদতে ড্রাগটি বের করেছে জাপানের ফুজি ফার্মা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -