মুম্বই: লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা থেকে শুরু, তারপর অসংখ্য মানুষকে সাহায্য করে চলেছেন সোনু সুদ। তিনি এবার কিরগিজস্তানে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর ব্যবস্থা করেছেন। ট্যুইট করে নিজেই সে কথা জানিয়েছেন এই অভিনেতা। তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন অপর এক অভিনেতা কপিল শর্মা। তাঁর ট্যুইট, ‘সোনু পাজি, আপনি এই সময় সমস্যায় পড়া মানুষের জন্য যে কাজ করছেন, তার প্রশংসা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। ছবিতে আপনি খলনায়কের চরিত্রে অভিনয় করলেও, বাস্তব জীবনে আপনি আমাদের নায়ক। ঈশ্বরের আশীর্বাদে আপনি দীর্ঘায়ু হন এবং সুখে থাকুন।’
২৩ মার্চ থেকে ভারতে আন্তর্জাতিক উড়ান বন্ধ। বন্দে ভারত মিশনের মাধ্যমে বিদেশে আটকে পড়া অনেক ভারতীয়কে দেশে ফেরানো হলেও, এখনও অসংখ্য ভারতীয় বিদেশে আটকে। তাঁদের এবার দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছেন সোনু। তিনি স্পাইসজেটের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে কিরগিজস্তানে আটকে থাকা দেড় হাজার ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরাচ্ছেন। আজ বিকেল তিনটেয় বিশকেক থেকে বিশাখাপত্তনমের উড়ান ছাড়ার কথা।
এর আগে বুধবার সোনু ট্যুইট করে জানান, ‘কিরগিজস্তানে আটকে থাকা পড়ুয়াদের জানাচ্ছি, কিরগিজস্তান থেকে বারাণসীর উড়ান খারাপ আবহাওয়ার জন্য কাল (বৃহস্পতিবার) পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। যে পড়ুয়ারা এখনও নাম নথিভুক্ত করোনি, তারা আজই নাম নথিভুক্ত করে নাও। উড়ানের সময় কয়েক ঘণ্টার মধ্যেই জানিয়ে দেওয়া হবে।’ তবে গতকাল সেই উড়ান আসেনি। আজ সকালে সোনু ট্যুইট করে জানান, ‘বন্ধুরা, ভাল খবর। আজ বিকেল তিনটেয় কিরগিজস্তান থেকে বিশাখাপত্তনমের উড়ান ছাড়বে। সবাই ঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছে যেও। পরিবারের লোকজনের সঙ্গে মিলিত হওয়ার সময় এসে গিয়েছে।’