নয়াদিল্লি: রাখির দিন নয়াদিল্লির পশ্চিম বিহার অঞ্চলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিল ইঞ্জিনিয়ারের। রাখি পরে দুই বোনের সঙ্গে স্কুটারে চড়ে এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন মানব শর্মা (২৮) নামে ওই যুবক। হরিনগর অঞ্চলে ঘুড়ির সুতো তাঁর গলায় জড়িয়ে যায়। ক্ষত এত গভীর ছিল, স্কুটার থামানোর আগেই পড়ে যান মানব। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।


পুলিশ সূত্রে খবর, বুদ্ধবিহার অঞ্চলের বাসিন্দা ছিলেন মৃত যুবক। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ ও ৩০৪ এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্ট চিনা মাঞ্জা নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু তারপরেও সেই মাঞ্জা বিক্রি বন্ধ হচ্ছে না। দিল্লি পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাখির দিন অন্তত আটজন চিনা মাঞ্জায় আহত হয়েছেন। ১৫টি অভিযোগ পাওয়া গিয়েছে। মোট ১৭টি মামলা দায়ের করা হয়েছে।