কলকাতা: করোনা যোদ্ধারা প্রবল কঠিন পরিস্থিতির মধ্যেও জীবন বাজি রেখে পরিষেবা দিচ্ছেন। দায়িত্ব পালন করার ফাঁকে অনেক সময় তাঁরা নিজেরাই করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রাণহানিও ঘটছে।
এবার থেকে রাজ্যে কোনও করোনা যোদ্ধার মৃত্যু হলে তাঁদের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে মমতা বলেন, ‘রাজ্যে এখনও পর্যন্ত করোনায় ১২ জন সরকারি কর্মীর মৃত্যু হয়েছে। করোনা যোদ্ধাদের মৃত্যু হলে পরিবারের ১ জনকে চাকরি দেওয়া হবে।’
মমতা জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘করোনায় মৃত্যু হলে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। করোনা যোদ্ধাদের সম্মানে দেওয়া হবে মানপত্র, মেডেল। সেই তালিকায় আছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সরকারি কর্মী।
পাশাপাশি করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা চাইলে তাঁদের মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত করা হবে। মমতা বলেছেন, ‘করোনা-জয়ীরা কাজ করতে চাইলে কাজে লাগানো হবে।’
করোনা যোদ্ধাদের মৃত্যু হলে পরিবারের ১ জনকে চাকরি, ঘোষণা মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jul 2020 04:19 PM (IST)
করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা চাইলে তাঁদের মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত করা হবে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -