পানাজি: মুখমন্ত্রী মনোহর পর্রীকর দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন। প্যাংক্রিয়াসের অসুখে ভোগা মুখ্যমন্ত্রী কবে নিজের দায়িত্বে ফিরবেন, তা নিয়ে অনিশ্চয়তা, সংশয়ের মধ্যেই সোমবার গোয়া কংগ্রেস রাজ্যপাল মৃদুলা সিনহাকে স্মারকলিপি পেশ করে তাদের বিকল্প সরকার গঠনের জন্য ডাকার দাবি জানাল। ৪০ সদস্যের গোয়া বিধানসভায় কংগ্রেসের ১৬ জন বিধায়ক। বিরোধী শিবিরের নেতা চন্দ্রকান্ত কাভলেকর বলেন, তাঁরা রাজ্যপালকে বলেছেন, বিধানসভা না ভেঙে দিয়ে বরং তাঁদের সরকার গঠনের সুযোগ দেওয়া হোক।
গোয়া বিধানসভায় বিজেপির বিধায়ক ১৪। তাদের জোটসঙ্গী গোয়া ফরোয়ার্ড পার্টি ও এমজিপি উভয়েরই তিনজন করে এমএলএ। পাশাপাশি তিন নির্দল ও এক এনসিপি বিধায়কও বিজেপির সঙ্গে রয়েছেন।
গোয়ার পরিস্থতি খতিয়ে দেখতে দলের তিন সিনিয়র নেতা রাম লাল, বি এল সন্তোষ ও বিনয় পুরানিককে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব পানাজি পাঠিয়েছেন। তাঁদের রাজ্যে দলীয় ও শরিক নেতাদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। এই প্রেক্ষাপটেই কংগ্রেসের সব বিধায়ক আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান, তবে তিনি গোয়ার বাইরে থাকায় তাঁর দেখা পাননি। কাভলেকর বলেন, শাসক জোটে ঘরোয়া কোন্দল, পর্রীকরের অসুস্থতার প্রেক্ষিতে বিধানসভা ভেঙে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দল রাজ্যপালকে তা না করার আবেদন করেছে। তাঁর দাবি, অন্য দলগুলির সমর্থনে রাজ্যপাল সুযোগ দিলে কংগ্রেস সরকার গড়তে পারবে। আমরা বিধানসভায় শক্তিপরীক্ষা দিতে তৈরি।
যদিও বিজেপি নেতা রামলাল গোয়ায় পর্রীকর সরকার সম্পূর্ণ স্থিতিশীল, নেতৃত্ব বদলের কোনও দাবিই ওঠেনি বলে জানিয়ে দিয়েছেন। তিনি এদিন দলীয় বিধায়ক, প্রাক্তন জনপ্রতিনিধি ও কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর জানান, বিজেপির ২ জোট শরিক, নির্দল বিধায়করাও বৈঠকে বলেছেন যে, তারা সবাই বড় শরিকের যে কোনও রাজনৈতিক সিদ্ধান্তই মেনে নেবে।