মুম্বই: জাহাজের একেবারে কিনারে বসে সেলফি তোলার জন্য ক্ষমা চাইলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের স্ত্রী অমৃতা ফড়ণবীশ। তবে তাঁর দাবি, যেখানে তিনি বসেছিলেন, তা মোটেই বিপজ্জনক ছিল না, সেলফির জন্য প্রাণ সংশয় ঘটেনি তাঁর।
গতকাল একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, তাতে দেখা যাচ্ছিল, মুম্বই-গোয়া জাহাজ চলাচলের উদ্বোধনে গিয়ে অমৃতা জাহাজের একেবারে ধারে বসে সেলফি তুলছেন। তাঁর দেহরক্ষী থেকে পুলিশ অফিসার- সকলে বারণ করছেন তাঁকে কিন্তু তিনি জেদ থেকে সরছেন না। এরপরই সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা হয়, অনেকে বলেন, খোদ মুখ্যমন্ত্রীর স্ত্রী যখন এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন, তা হলে আর অমৃতসর ট্রেন দুর্ঘটনায় রেল লাইনের ওপর দাঁড়ানো জনতার দোষ কোথায়। কেউ কেউ আবার বলেন, এই ভদ্রমহিলার জন্যই দেবেন্দ্র ফড়ণবীশের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে।
অমৃতা এরপরেই বিবৃতি দিয়ে বলেছেন, যেকান থেকে তিনি সেলফি তোলেন তা বিপজ্জনক ছিল না, তার পরেও সিঁড়ির আরও দুটো ধাপ ছিল। কিন্তু যদি কেউ মনে করেন, তিনি কোনও ভুল করেছেন তবে ক্ষমা চাইছেন তিনি। একই সঙ্গে তরুণদের প্রতি তাঁর পরামর্শ, সেলফি তোলার জন্য দয়া করে জীবনের ঝুঁকি নেবেন না।
জাহাজের কিনারে বসে সেলফি তোলার জন্য ক্ষমা চাইলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী, দাবি করলেন, ওভাবে বসা বিপজ্জনক ছিল না
ABP Ananda, Web Desk
Updated at:
22 Oct 2018 01:20 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -