কোয়েম্বাটুর: ৮০ বছরের কমলাথাল ১ টাকায় বিক্রি করেন একখানা করে ইডলি। ভোর হওয়ার আগে ঘুম থেকে ওঠেন, কাঠের জ্বালে তৈরি করে ফেলেন ইডলি, চাটনি আর সম্বর। তামিলনাড়ুর কোয়েম্বাটুরের এই বৃদ্ধার গল্প টুইট করে শুনিয়েছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা স্বয়ং। এরপরেই সকলের নজর পড়েছে ভাদিভেলামপালায়মের বাসিন্দা হতদরিদ্র কমলাথালের দিকে।


কমলাথাল জানিয়েছেন, তাঁর এলাকার বেশিরভাগ মানুষ আর্থিকভাবে একেবারে নিম্ন শ্রেণির। কামলা খেটে চলে তাঁদের। প্রাতরাশের এক প্লেট ইডলির জন্য ১৫, ২০ টাকা দেওয়া তাঁদের পক্ষে কঠিন। তাই তিনি ১ টাকা করে ইডলির দাম রেখেছেন। লাভ বিশেষ হয় না ঠিকই তবে তাঁর চলে যায়।

মঙ্গলবার শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা টুইট করেন কমলাথালের একটি ভিডিও। বলেন, তিনি তাঁর ব্যবসায় বিনিয়োগ করতে রাজি, কাঠের জ্বালের বদলে আগে তাঁকে কিনে দিতে চান একটি এলপিজি উনুন। সেই টুইট ১০,০০০-এর বেশি রিটুইট হয়।


বুধবার ভারতগ্যাস কোয়েম্বাটুর জানিয়ে দেয়, তারা কমলাথালের বাড়িতে এলপিজি সংযোগ দিয়েছে।


হিন্দুস্থান পেট্রোলিয়ামও জানিয়েছে, কমলাথালের ব্যবসার জন্য বাণিজ্যিক গ্যাস সংযোগ দিয়েছে তারা।