২০১৭র স্মৃতি উস্কে লাদাখের প্যাংগং লেকের কাছে ভারতীয় ও চিনা সেনার সংঘর্ষ
Web Desk, ABP Ananda | 12 Sep 2019 09:08 AM (IST)
নতুন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের প্যাংগং লেকের কাছে ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। উপত্যকা থেকে ৩৭০ ধারা বিলোপের পর দুই দেশের সেনার মধ্যে এই সংঘর্ষ ২০১৭র স্মৃতি উস্কে দিয়েছে।
নয়াদিল্লি: নতুন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের প্যাংগং লেকের কাছে ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। উপত্যকা থেকে ৩৭০ ধারা বিলোপের পর দুই দেশের সেনার মধ্যে এই সংঘর্ষ ২০১৭র স্মৃতি উস্কে দিয়েছে। ঘটনার পরই ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। প্যাংগং লেকের আশপাশকে এমনিতেই স্পর্শকাতর এলাকা হিসেবে দেখা হয়। হ্রদের উত্তরদিকে ভারতীয় সেনা টহল দিতে গেলে বাধা দেয় চিনা সেনা। ২০১৭য় স্বাধীনতা দিবসের দিন লাদাখের প্যানগং হ্রদ বরাবর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চিনা সেনারা ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করে। দুই পক্ষের সংঘর্ষে আহতও হন অনেকে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী অক্টোবরের ১০-১২ তারিখ চিনা প্রেসিডেন্ট জি জিনপিং-এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেসরকারি পর্যায়ের বৈঠকের কথা।