নয়াদিল্লি: উত্তর ভারত জুড়ে চলছে প্রবল শৈত্যপ্রবাহ। জম্মু-কাশ্মীর তো বটেই, তুষার পাত হয়েছে মধ্যপ্রদেশেও। প্রবল শীতে কাবু পঞ্জাব, হরিয়ানাও। গত সপ্তাহেই ৫ রাজ্যে শৈত্যপ্রবাদের লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া অফিস। এখনও কনকনে শীত পঞ্জাব-হরিয়ানা-দিল্লিতে। তাপমাত্রা ঘোরাফেরা করছে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
প্রবল শৈত্যে উপত্যকার ডাল লেক ঢেকেছে বরফ-চাদরে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও নতুন বছরের শুরুতেই কাশ্মীরে বরফ পড়বে, অনুমান আবহাওয়া দফতরের।
শ্রীনগরে সোমবার তাপমাত্রা কিছুটা বেড়ে ৩.২ ডিগ্রি সেলসিয়াস। গুলমার্গে তাপমাত্রা ছিল মাইনাস ৭.২ ডিগ্রি সেলসিয়াস।মঙ্গলবার ফুলের উপত্যকা গুলমার্গের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৭.২ ডিগ্রি সেলসিয়াস। পহেলগাঁওয়ে মাইনাস ৫.৩। সবথেকে কম তাপমাত্রা কাশ্মীর উপত্যাকার দ্রাসে, মাইনাস ২২.৬ ডিগ্রি।
উপত্যকায় আপাতত কড়া ঠাণ্ডায় বারুদের গন্ধ, গোলাগুলির মাঝেই বরফের সাজে সেজে উঠেছে জম্মু-কাশ্মীর। উচ্ছ্বাসে ভাসছেন পর্যটকরা। হাড় কাঁপানো ঠান্ডাকে পাত্তা না দিয়ে শীতের আমেজ উপভোগ করছেন তাঁরা।
অন্যদিকে অতিরিক্ত তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। বানিহালে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে তুষার ধস। হাড় হিম করা ঠান্ডা লেহ,  লাদাখেও।
প্রবল ঠাণ্ডায় কাবু চণ্ডীগড়, হরিয়ানার নারনউল, হিসার, অম্বালা, রোথকও।
পঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা, ভাতিণ্ডার তাপমাত্রাও ঘোরাফেরা করছে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই।