নয়াদিল্লি: ভগৎ সিংহ, রাজগুরু ও সুখদেবকে ভারতরত্ন দেওয়ার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। এর আগে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসিও একই দাবি জানান। এবার মণীশও এই দাবিতে সরব হলেন।


প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মণীশ বলেছেন, ‘শহিদ ভগৎ সিংহ, রাজগুরু ও সুখদেব ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তার মাধ্যমে দেশপ্রেমীদের একটি গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেন। পরে তাঁরা ১৯৩১ সালের ২৩ মার্চ সর্বশ্রেষ্ট আত্মবলিদান দেন। আমি এই তথ্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই।’

মণীশ আরও লিখেছেন, ‘২০২০ সালের ২৬ জানুয়ারি যদি ভগৎ সিংহ, রাজগুরু ও সুখদেবকে ভারতরত্ন দেওয়া হয়, তাহলে তাঁদের আনুষ্ঠানিকভাবে ‘শহিদ-ই-আজম’ সম্মানে ভূষিত করা হবে। মোহালির চণ্ডীগড় বিমানবন্দরের নাম বদলে যদি শহিদ-ই-আজম ভগৎ সিংহ বিমানবন্দর করা হয়, তাহলে এই সৌজন্য ১২৪ কোটি ভারতীয়র হৃদয় স্পর্শ করবে।’