চণ্ডীগড়: মনোহরলাল খট্টর আজ চণ্ডীগড়ে বিজেপি বিধায়ক দলের বৈঠকে নেতা নির্বাচিত হলেন। আজই তাঁর রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার তৈরির দাবি পেশ করার কথা। শোনা যাচ্ছে, আগামীকাল শপথ নিতে পারে দ্বিতীয় খট্টর মন্ত্রিসভা।
দিল্লি থেকে পর্যবেক্ষক হিসেবে চণ্ডীগড়ে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি জানিয়েছেন, খট্টরকে সর্বসম্মতভাবে নেতা নির্বাচিত করা হয়েছে। বৈঠকে অনিল জৈন তাঁর নাম প্রস্তাব করেন, তা গ্রহণ করেন বাকি বিধায়করা। দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হতে চলা খট্টরকে লাড্ডু খাওয়ান রবিশঙ্কর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রথমে পর্যবেক্ষক হিসেবে আসার কথা ছিল কিন্তু পরে ঠিক হয় রবিশঙ্করের নাম। বিজেপি-জজপা হাত মিলিয়ে সরকার গড়বে পাকা হয়ে গিয়েছে। যদিও দুষ্যন্ত চৌতালার নাম শোনা গেলেও সরকারিভাবে জজপা জানায়নি, কে উপ মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
বিধায়করা সর্বসম্মতভাবে তাঁকে নেতা নির্বাচিত করায় তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মনোহরলাল খট্টর। যেভাবে গত ৫ বছর সরকার চলেছে, সেভাবে আগামী ৫ বছরও স্বচ্ছ, দুর্নীতিহীন প্রশাসন উপহার দেওয়ার চেষ্টা হবে বলে তিনি মন্তব্য করেছেন। ধন্যবাদ জানিয়েছেন রাজ্যবাসীকে। শোনা যাচ্ছে, কাল দুপুর দুটো নাগাদ শপথ গ্রহণ হবে।
জজপা সভাপতি দুষ্যন্ত চৌতালার সঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহের নয়াদিল্লিতে বৈঠকের পর গতকাল রাত ৯টা নাগাদ দুই দলের বোঝাপড়ার কথা ঘোষিত হয়। ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রী হবেন বিজেপি সদস্য, উপ মুখ্যমন্ত্রী আসবেন জজপার থেকে।
কাল হতে পারে শপথগ্রহণ, হরিয়ানায় বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত খট্টর
ABP Ananda, Web Desk
Updated at:
26 Oct 2019 01:29 PM (IST)
দিল্লি থেকে পর্যবেক্ষক হিসেবে চণ্ডীগড়ে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি জানিয়েছেন, খট্টরকে সর্বসম্মতভাবে নেতা নির্বাচিত করা হয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -