নয়াদিল্লি: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার ভারত বনধের ডাক দিল কংগ্রেস। অন্যান্য রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সংগঠনগুলিকেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে কংগ্রেস।
আজ সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রণদীপ সূরজেওয়ালা বলেছেন, ’১১ লক্ষ কোটি টাকার জ্বালানি লুঠের কথা দেশের মানুষের সামনে তুলে ধরা এবং কেন্দ্রীয় সরকারের অন্তঃশুল্ক ও রাজ্যগুলির অত্যধিক ভ্যাট প্রত্যাহারের দাবিতে ১০ সেপ্টেম্বর, সোমবার ভারত বনধের ডাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনার দাবিও জানাচ্ছে কংগ্রেস। আমরা বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও-কে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ভারত বনধের ডাক কংগ্রেসের
Web Desk, ABP Ananda
Updated at:
06 Sep 2018 07:22 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -