পটনা: দেশে ১০০ কোটি ডোজ করোনার টিকাকরণের লক্ষ্যমাত্রা পেরিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি ট্যুইট করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি লিখেছেন, ‘দেশ আজ ইতিহাস গড়েছে। সব নাগরিক এক হয়ে ১০০ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা পেরোতে সাহায্য করেছেন। এই নজির গড়ার জন্য দেশের সব নাগরিককে অভিনন্দন জানাচ্ছি।’



করোনার বিরুদ্ধে লড়াইয়ে, ১০০ কোটি ভ্যাকসিনেশনের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে ভারত। চিনের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ১০০ কোটি ডোজ ভ্যাকসিনেশনের রেকর্ড হল বৃহস্পতিবার। এদিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কোউইনের তথ্য বলছে, প্রায় ৭১ কোটি ৩ লক্ষ পূর্ণবয়স্ক ব্যক্তি পেয়েছেন ভ্যাকসিনের প্রথম ডোজ। দু’টি ডোজই পেয়েছেন প্রায় সাড়ে ২৯ কোটি দেশবাসী। ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হয় করোনার টিকাকরণ। ৯ মাস পাঁচ দিনে ১০০ কোটির লক্ষ্যমাত্রা পূরণ হল।


এই প্রেক্ষিতে এদিন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আজ একুশে অক্টোবর ইতিহাসে স্থান পেয়েছে।  দেশ ১০০ কোটি ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা পার করেছে। সবচেয়ে বড় মহামারী মোকাবিলার জন্য ১০০ কোটির ভ্যাকসিন রক্ষাকবচ। আমরা সবাই মিলে করোনাকে হারাব। ১০০ কোটির ভ্যাকসিনের সাফল্য প্রত্যেক ভারতীয়কে উৎসর্গ করছি।’


বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কোউইনের তথ্য বলছে, ভ্যাকসিনেশনে সবার আগে উত্তরপ্রদেশ। এই রাজ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন প্রায় সাড়ে ৯ কোটি মানুষ। দু’টি ডোজ পেয়েছেন পৌনে তিন কোটি নাগরিক। মহারাষ্ট্রে সংখ্যাটা যথাক্রমে সাড়ে ৬ কোটি ও ৩ কোটি। ভ্যাকসিনেশনে তিন নম্বরে পশ্চিমবঙ্গ। ৫ কোটিরও বেশি বঙ্গবাসী পেয়েছেন টিকার প্রথম ডোজ। প্রায় ২ কোটি মানুষ পেয়েছেন দু’টি ডোজই। 


তবে এখনও পর্যন্ত দেশের পূর্ণবয়স্কদের ২৫ শতাংশ প্রথম ডোজ পাননি। ৭০ শতাংশের দ্বিতীয় ডোজই মেলেনি। এখনও শুরু করা যায়নি শিশু থেকে ১৮ বয়সিদের ভ্যাকসিনেশন। এক বিলিয়ন ভ্যাকসিনেশনকে ঐতিহাসিক, বড় সাফল্য বলে কেন্দ্র দাবি করলেও, বিপুল সংখ্যক দেশবাসীর কবে ভ্যাকসিনেশন হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কবে হবে সব দেশবাসীর ভ্যাকসিন? প্রশ্ন কংগ্রেসের। দলের সাধারণ সম্পাদক রণদীপ সিংহ সুরজেওয়ালার বক্তব্য, ‘দেশের ৭৪ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ কবে ভ্যাকসিন পাবেন? ৩২ কোটি মানুষ কিন্তু এখনও একটি টিকাও পাননি।’


প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ‘কেন্দ্র কোভিড রুখতে ব্যর্থ। লাখ লাখ লোক মারা গেছে। গঙ্গায় বইছে দেহ। সামনে পাঁচ রাজ্যের ভোট, তাই তার আগে ১০০ কোটি ভ্যাকসিন নিয়ে প্রচার করতে চাইছে মোদি সরকার।’


তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘যে সময় দেওয়ার কথা ছিল তখন কেন্দ্র দেয়নি, ট্রেন পৌঁছল কিন্তু ৯ মাস পর, দীর্ঘ সময় ব্যয় করে এটা গর্বের কী আছে?’


বিরোধীদের কটাক্ষের জবাব দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার বলেছেন, ‘যারা এই প্রশ্ন করছে তাদের মধ্যে দেশভক্তির অভাব রয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত সমগ্র দেশবাসীর ভ্যাকসিনেশনের টার্গেট পূরণ করা হবে।’


এদিকে, ১০০ কোটি টিকাকরণের গণ্ডি ছোঁয়ার দিনই দেশে একলাফে ২৬ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৪৫৪।