রাফাল চুক্তি নিয়ে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করছে কেন্দ্র, অভিযোগ কংগ্রেসের
Web Desk, ABP Ananda | 08 Sep 2018 07:00 PM (IST)
চণ্ডীগড়: রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের সুর চড়াল কংগ্রেস। মোদী সরকারের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করার অভিযোগ করেছে কংগ্রেস। ইউপিএ সরকারের আমলে এই যুদ্ধবিমানের দাম কম থাকলেও, এনডিএ সরকারের আমলে সেটি বেড়ে গেল কেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের কাছ থেকে তার জবাবও চেয়েছে কংগ্রেস। আজ কেন্দ্রকে আক্রমণ করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সূরজেওয়ালা বলেছেন, ‘এখন এটা স্পষ্ট হয়ে গিয়েছে, সংসদে এবং সংসদের বাইরে মোদী ও সীতারমন যে কথা বলেছিলেন, সেটা ভারতের বিমানবাহিনী আগেই ঠিক করেছিল। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ১২৬টি রাফাল যুদ্ধবিমানের বরাত দিয়েছিল। যদি এই যুদ্ধবিমানের প্রযুক্তির বিষয়ে সবকিছু ঠিক হয়ে থাকে এবং তার ভিত্তিতেই মোদী সরকার রাফাল কিনছে, তাহলে কেন দেশের মানুষের ৪১,০০০ কোটি টাকা ক্ষতি করা হল?’ সূরজেওয়ালা আরও বলেছেন, ‘২০০৭ সালে রাফাল যুদ্ধবিমানের প্রযুক্তি হস্তান্তর, লাইসেন্স যুক্ত উৎপাদন ও আজীবন রক্ষণাবেক্ষণের ব্যবস্থা সংক্রান্ত চুক্তি হয়েছিল। মোদী সরকার কেন হ্যালকে আগামী প্রজন্মের রাফাল যুদ্ধবিমানের প্রযুক্তি সরবরাহের চুক্তি বাতিল করেছে? তা সত্ত্বেও কীভাবে যুদ্ধবিমানের দাম বেড়ে গেল? সবচেয়ে ভয়াবহ বিষয় হল, এই যুদ্ধবিমানগুলিতে ভারতকেন্দ্রিক প্রযুক্তি থাকবে না। ২০২২-এর পরে যুদ্ধবিমানগুলি পাওয়া যাবে। পাকিস্তান ও চিনের দিক থেকে আক্রমণের আশঙ্কা যখন বাড়ছে, তখন এটা কি জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস নয়? ২০১৯-এ কংগ্রেস ক্ষমতায় এলে এই চুক্তি খতিয়ে দেখবে।’