কিছুটা এগোতে না এগোতেই দেখা পশুরাজের সঙ্গে। ওপেন এয়ার সাফারি ভেহিকলে এক লাফে উঠে পড়ল সে। তারপর কী হল? দেখুন
ক্রিমিয়ার ভিলনহিরস্ক এলাকার টাইগান সাফারি পার্কে এই ঘটনা ঘটেছে। এর মালিক ওলেগ জুবকভ, তাঁর পরিচিতি লায়ন হুইসপারার নামে। আর সিংহটির নাম ফিলিয়া। তার কার্যকলাপের ভিডিও ইউটিউবে আপলোড হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে সে।