ক্রিমিয়ার ভিলনহিরস্ক এলাকার টাইগান সাফারি পার্কে এই ঘটনা ঘটেছে। এর মালিক ওলেগ জুবকভ, তাঁর পরিচিতি লায়ন হুইসপারার নামে। আর সিংহটির নাম ফিলিয়া। তার কার্যকলাপের ভিডিও ইউটিউবে আপলোড হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে সে। পর্যটক ভর্তি গাড়িতে লাফিয়ে উঠল পশুরাজ, তারপর কী করল দেখুন
ABP Ananda, Web Desk | 08 Sep 2018 02:34 PM (IST)
দিল্লি: গাড়ি ভর্তি পর্যটক। গাড়ির আবার দুপাশ খোলা। চলেছেন তাঁরা সিংহ বোঝাই অভয়ারণ্য দিয়ে। সপ্তাহকয়েক আগে এখানেই এক মহিলার ওপর সিংহ হামলা চালিয়েছিল। কিছুটা এগোতে না এগোতেই দেখা পশুরাজের সঙ্গে। ওপেন এয়ার সাফারি ভেহিকলে এক লাফে উঠে পড়ল সে। তারপর কী হল? দেখুন