নয়াদিল্লি: হরিয়ানায় বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করতে পারে কংগ্রেস ও বহুজন সমাজ পার্টি। গতকাল রাতে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডার সঙ্গে বসপা প্রধান মায়াবতীর রুদ্ধদ্বার বৈঠকের পর এমনই জল্পনা রাজনৈতিক মহলে। আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক। হরিয়ানায় কংগ্রেসের নবনির্বাচিত সভানেত্রী কুমারী শেলজাও এই বৈঠকে হাজির ছিলেন।


সম্প্রতি ও পি চৌতালার নাতি দুশ্যন্ত চৌতালার দল জননায়ক জনতা পার্টির সঙ্গে জোট না করার কথা জানিয়ে দিয়েছে বসপা। হরিয়ানায় ৯০টি আসনের মধ্যে বসপা-কে ৪০টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিল দুশ্যন্তর দল। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি মায়াবতী। ফলে জোট ভেস্তে গিয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে বসপা-র জোটের সম্ভাবনা উজ্জ্বল।