ভিলওয়ারা (রাজস্থান): নির্বাচনী জনসভায় মুম্বই সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গ তুলে কংগ্রেসকে আক্রমণ নরেন্দ্র মোদীর। ২৬/১১-র সেই ভয়াবহ হামলার সময় দেশে কংগ্রেসের শাসন ছিল, অথচ সেই তারাই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিজেপি সরকারের সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে বলে অভিযোগ করে তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
এখানে নির্বাচনী জনসভায় তিনি বলেন, কংগ্রেস ২০১৬-র সেপ্টেম্বরের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সংশয়, সন্দেহ প্রকাশ করেছে। কিন্তু কম্যান্ডোরা কি অভিযান চালানোর সময় প্রমাণ রেখে দেওয়ার জন্য ক্যামেরা নিয়ে যাবেন?
কেন্দ্রের সরকার সন্ত্রাসবাদী, নকশালদের ভাষাতেই তাদের জবাব দিয়েছে বলেও দাবি করেন মোদী। বলেন, কংগ্রেস নকশালদের বিপ্লবী বলে সার্টিফিকেট দেয়।
রাজস্থানে ৭ ডিসেম্বর ভোটগ্রহণ, ১১ ডিসেম্বর গণনা।
মুম্বই হামলা হয় কংগ্রেস আমলে, তারাই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সংশয় প্রকাশ করছে! রাজস্থানে প্রচারে মোদীর তোপ
Web Desk, ABP Ananda
Updated at:
26 Nov 2018 12:50 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -