নয়াদিল্লি: মার্কিন ডলারের তুলনায় টাকার দামের পতন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করতে গিয়ে তাঁর মায়ের বয়সের কথা উল্লেখ করে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেতা রাজ বব্বর। এবার বংশপরিচয় নিয়ে মোদীকে খোঁচা দিলেন অপর এক কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিলাস মুত্তেমবর। একটি ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘প্রধানমন্ত্রী হওয়ার আগে আপনাকে (মোদী) কে চিনত? এখনও কেউ আপনার বাবার নাম জানে না। কিন্তু সবাই রাহুল গাঁধীর বাবার নাম জানে।’



গতকাল রাজস্থানে একটি দলীয় বৈঠকে এই মন্তব্য করেন মুত্তেমবর। তিনি বক্তব্য বিকৃত করার অভিযোগ করেছেন। একইসঙ্গে অবশ্য বিদর্ভের এই কংগ্রেস নেতা বলেছেন, ‘সারা বিশ্ব রাহুল গাঁধীর পূর্বপুরুষদের কথা জানে। কিন্তু কেউ জানে না মোদীর বাবা কে ছিলেন।’



মধ্যপ্রদেশে নির্বাচনী জনসভায় মুত্তেমবরের মন্তব্যের জবাবে মোদী বলেছেন, ‘আমরা কারও পরিবার সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ করি না। তাঁদের পদের সমালোচনা করি। কিন্তু কংগ্রেস নেতারা কেন আমার মা-বাবাকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন? আমার মায়ের পর বাবাকেও রাজনীতিতে টেনে এনেছেন তাঁরা। বাবা ৩০ বছর আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন।’

বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র ট্যুইটারে মুত্তেমবরের মন্তব্যের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘এই ধরনের মন্তব্য কংগ্রেস নেতাদের পরিবারতান্ত্রিক মানসিকতারই পরিচয় দেয়।’