কংগ্রেসের এমন দশা যে জোট চেয়ে ছোট দলগুলির কাছে 'ভিক্ষে' চাইছে! ভোপালে মোদী
Web Desk, ABP Ananda | 25 Sep 2018 04:03 PM (IST)
ভোপাল: উন্নয়নের মতো ইস্যু নিয়ে বিতর্কে নামার চেয়ে সরকারের দিকে কাদা ছোঁড়া সহজ বলে মনে করে, তাই কংগ্রেস সেটাই করছে বলে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। সম্ভবত রাফাল ডিল নিয়ে কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে এ কথা বললেন প্রধানমন্ত্রী। আজ এখানে এক সমাবেশে কংগ্রেসকে ব্যঙ্গ করে তিনি বলেন, ১২৫ বছরের প্রাচীন দলটার শক্তি কমতে কমতে এমন দশা হয়েছে যে, ছোট ছোট দলের কাছেও জোট গড়ার জন্য ভিক্ষে পর্যন্ত করছে! তবে কংগ্রেস সঙ্গী পেলেও জোট সফল হবে না। তাঁর সরকার সবার জন্য সামাজিক ন্যয়ের নীতিতে বিশ্বাস করে, তার ‘সবকা সাথ, সবকা বিকাশ’-নীতি শুধুমাত্র স্লোগান নয় বলে দাবি করেন মোদী। মধ্যপ্রদেশের বিধানসভার পাশাপাশি ২০১৯ এর লোকসভা ভোটেও বিজেপি জিতবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, কংগ্রেস কাদা ছুঁড়তে ভালবাসে কেননা ওদের কাছে এটাই সহজ। ওরা অতীতেও কাদা ছুঁড়েছে। কিন্তু ওদের বলছি, যত বেশি আমাদের দিকে কাদা ছুঁড়বেন, তত বেশি পদ্ম ফুটবে। কাদা ছোঁড়াছুঁড়ির পরিবর্তে কংগ্রেসের উন্নয়নের মতো বিষয়ে বিতর্কে নামা উচিত, যা করার সাহস ওরা দেখাতে পারে না। জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও। প্রধানমন্ত্রী কটাক্ষ করেন, বিরোধী দলগুলি ভোটে হারের ভয়েই মহাগঠবন্ধন গড়েছে। কংগ্রেস আজ দেশের কাঁধে বোঝা হয়ে উঠেছে। ওদের হাত থেকে গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিতে হবে বিজেপি কর্মীদের।