ম্যাঞ্চেস্টার: চোট পাওয়া শিখর ধবনের পরিবর্তে রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করতে নেমেছিলেন। তাও আবার বিশ্বকাপে পাকিস্তান ম্যাচের মতো বড় মঞ্চে। পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ কে এল রাহুল। হাফসেঞ্চুরি করে রবিবার ভারতের ইনিংসের ভিতটা গড়ে দিয়েছিলেন কর্নাটকের তারকা।

৭৮ বলে ৫৭ রান করে দলকে ভরসা দেওয়া রাহুল নিজের পারফরম্যান্সকে দশের মধ্যে ছয় দিলেন। রাহুল বলেছেন, ‘গত কয়েক বছরে শিখর আর রোহিত বিপজ্জনক ওপেনিং জুটি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বিশ্বের যে কোনও প্রান্তে ওদের দারুণ রেকর্ড। ব্যাটিং অর্ডারের এক ও দুই নম্বর জায়গাদুটি ওদেরই হয়ে গিয়েছে। আমাকে সুযোগের জন্য অপেক্ষা করতে হয়েছে আর প্রথম তিনের মধ্যে ব্যাট করতে পেরেছি বলে আমি খুশি। এটা পাকিস্তানের বিরুদ্ধে আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ এবং সেটাও বিশ্বকাপের মতো বড় মঞ্চে। এর চেয়ে ভাল কিছু আশা করা যায় না।’

এরপরই রাহুল বলেছেন, ‘ছোটবেলা থেকে বা তরুণ ক্রিকেটার হিসাবে বরাবর এই দিনের স্বপ্নটাই দেখে এসেছি। সুযোগটা পেয়ে আমি ভীষণ খুশি। নিজেকে দশের মধ্যে ছয় দেব। আশা করছি আত্মবিশ্বাস বজায় রেখে এই ছন্দ ধরে রাখতে পারব।’

রাহুল-রোহিতের ১৩৬ রানই ওপেনিং জুটিতে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ পার্টনারশিপ। রাহুল জানিয়েছেন, শুরুর দিকে সতর্ক থাকাটা ভীষণ জরুরি ছিল। বলেছেন, ‘নতুন বলে যে কোনও বোলারের বিরুদ্ধে শুরুর দিকটা দেখে খেলা উচিত। এখানে সেটা বেশি জরুরি ছিল কারণ জানতাম না উইকেট কেমন আচরণ করবে। কয়েকদিন ধরে উইকেট ঢাকা ছিল। তারপর খেলাটার ওপর মনঃসংযোগ করলেই চাপ, ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা, সব পিছনের সারিতে চলে যায়। শুরুর কয়েকটা ওভারেই লড়াই করতে হয়। সেটা করতে পেরেছি বলে আমি খুশি।’