এর আগে আজ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে দলের রাজ্যসভার সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সনিয়া। কংগ্রেস সূত্রে খবর, এই বৈঠকে ফের রাহুল গাঁধীকে কংগ্রেস সভাপতি করার পক্ষে সওয়াল করেন প্রবীণ নেতা দিগ্বিজয় সিংহ। অন্যান্য নেতারাও একই দাবি তোলেন। তাঁরা বলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন রাহুল। তিন ঘণ্টারও বেশি চলে এই বৈঠক।