নয়াদিল্লি: দেশে নোভেল করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বিহার, অসমের বন্যাদুর্গত লোকজনের জন্য়ও উদ্বেগ প্রকাশ করে সাহায্যের হাত বাড়ালেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা। সোস্য়াল মিডিয়ায় বন্যাত্রাণে তিনটি সংগঠনের ভাল কাজ বলে জানিয়ে তাদের সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। বিরাট তাঁর ট্যুইটার হ্যান্ডলে লিখেছেন, একদিকে আমাদের দেশ যখন করোনা অতিমারীর সঙ্কটে পড়েছে, সেসময় অসম, বিহারের মানুষও ভয়াবহ বন্যায় চরম বিপদে রয়েছেন। এই বিপর্যয় বহু জীবন, জীবিকা কেড়ে নিয়েছে। অসম, বিহারের জনগণের জন্য প্রার্থনা করছি, আবার অনুষ্কা ও আমি বিপন্ন লোকজনকে সাহায্য করার শপথ নিচ্ছি এই তিনটি সংগঠনকে সহায়তা পাঠিয়ে যারা বন্যাত্রাণ ও উদ্ধার,পুনর্বাসনে চমত্কার কাজ করছে। আপনারাও যদি চান, এই সংগঠনগুলির মাধ্যমে এই রাজ্যগুলিকে সাহায্য়ের হাত বাড়িয়ে দিন।

অসমের ৩৩টি জেলার ২১টিতে ১৫০০ ওপর গ্রামে ১৬ লাখের বেশি লোক বন্যাকবলিত। শতাধিক মানুষ মারা গিয়েছে। বিহারেও বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ লাখের ওপর, অনেক মৃত্যু হয়েছে।
অসমে বন্যাপ্লাবিত জেলাগুলির বাসিন্দাদের প্রতি সহানুভূতি জানিয়ে প্রার্থনা করেছেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার কেভিন পিটারসেনও। তিনি ট্যুইট করেন, মার্চে অসম সফরকালে যে সুন্দর মানুষগুলির সঙ্গে দেখা হয়েছিল, তাদের কথাই ভাবছি। সেখানে প্রাণ বিপন্ন করে তোলা ভয়াবহ বন্যার আগ্রাসন চলছে। সবাই নিরাপদে থাকুন। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও কোভিড- ১৯ এর মধ্যেও বন্যার সঙ্গে লড়া উত্তরপূর্বের রাজ্যের অবস্থার দিকে নজর দেওয়া, সাহায্য পাঠানোর আবেদন করেন। তিনি ট্যুইট করেন, প্রার্থনার পাশাপাশি অসমের চাই যতদূর সম্ভব গুরুত্ব, সাহায্য যাতে বন্যার কবলমুক্ত করা যায় তাকে। মানুষ ও জন্তুজানোয়ার-দুইই প্রচুর মরেছে। সংখ্যাটা বাড়বে না, অন্তর থেকে এটাই প্রার্থনা করব।