অসমের ৩৩টি জেলার ২১টিতে ১৫০০ ওপর গ্রামে ১৬ লাখের বেশি লোক বন্যাকবলিত। শতাধিক মানুষ মারা গিয়েছে। বিহারেও বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ লাখের ওপর, অনেক মৃত্যু হয়েছে।
অসমে বন্যাপ্লাবিত জেলাগুলির বাসিন্দাদের প্রতি সহানুভূতি জানিয়ে প্রার্থনা করেছেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার কেভিন পিটারসেনও। তিনি ট্যুইট করেন, মার্চে অসম সফরকালে যে সুন্দর মানুষগুলির সঙ্গে দেখা হয়েছিল, তাদের কথাই ভাবছি। সেখানে প্রাণ বিপন্ন করে তোলা ভয়াবহ বন্যার আগ্রাসন চলছে। সবাই নিরাপদে থাকুন। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও কোভিড- ১৯ এর মধ্যেও বন্যার সঙ্গে লড়া উত্তরপূর্বের রাজ্যের অবস্থার দিকে নজর দেওয়া, সাহায্য পাঠানোর আবেদন করেন। তিনি ট্যুইট করেন, প্রার্থনার পাশাপাশি অসমের চাই যতদূর সম্ভব গুরুত্ব, সাহায্য যাতে বন্যার কবলমুক্ত করা যায় তাকে। মানুষ ও জন্তুজানোয়ার-দুইই প্রচুর মরেছে। সংখ্যাটা বাড়বে না, অন্তর থেকে এটাই প্রার্থনা করব।