কংগ্রেস সভাপতির এই ট্যুইটের পাল্টা নকভি বলেছেন, ‘ঔদ্ধত্য ও সামন্ততান্ত্রিক মানসিকতার কারণেই শাহজাদা (রাহুল) এই ধরনের কথা বলছেন। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন সামন্ততান্ত্রিক পরিবারের অরাজকতা ও ঔদ্ধত্যের ফলে প্রতিষ্ঠানগুলিকে অপরাধমূলক কাজে অপব্যবহারের ঘটনা সবচেয়ে বেশি দেখা গিয়েছে। গত পাঁচ বছরে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের মতো প্রতিষ্ঠানগুলিকে হুমকি দিয়েছে এবং মানহানি করেছে কংগ্রেস। এখন নীতি আয়োগের ক্ষেত্রেও একই কাজ করা হচ্ছে। শাহজাদা ও শাহজাদি (প্রিয়ঙ্কা গাঁধী) ক্ষমতায় না থাকলেই জল ছাড়া মাছের মতো আচরণ করেন। তাঁরা মনে করেন, ক্ষমতা তাঁদের জন্মগত অধিকার। লোকসভা নির্বাচনে দেশের মানুষ তাঁদের শিক্ষা দেবেন।’ কংগ্রেস ক্ষমতায় এলে নীতি আয়োগ বাতিলের ঘোষণা রাহুলের, প্রতিষ্ঠানগুলিকে হুমকি দিচ্ছেন, পাল্টা বিজেপি
Web Desk, ABP Ananda | 30 Mar 2019 08:40 PM (IST)
নয়াদিল্লি: এবারের লোকসভা নির্বাচনে জিতে কংগ্রেস ক্ষমতায় এলে নীতি আয়োগ বাতিল করে যোজনা কমিশন ফিরিয়ে আনার কথা ঘোষণা করেছেন রাহুল গাঁধী। আজ তাঁকে পাল্টা আক্রমণ করে বিজেপি নেতা মুখতার আব্বাস নকভির দাবি, প্রতিষ্ঠানগুলিকে হুমকি দিচ্ছেন এবং মানহানি করছেন কংগ্রেস সভাপতি। গতকাল রাহুল ট্যুইট করেন, ‘ভোটে জিতে ক্ষমতায় এলে আমরা নীতি আয়োগ তুলে দেব। আমরা যোজনা কমিশন ফিরিয়ে আনব। যোজনা কমিশনের সদস্য সংখ্যা হবে একশোর কম। বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের রাখা হবে যোজনা কমিশনে।’