চন্ডিগড়: নতুন আইনে শাস্তিযোগ্য হয়েছে তিন তালাক প্রথা।ফোনে স্ত্রীকে তিন তালাক দেওয়ায় এই আইনের আওতায় হরিয়ানায় এই প্রথম ২৩ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হল। শুক্রবার পুলিশ এ কথা জানিয়েছে। নুহ জেলার সালাউদ্দিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মুসলিম মহিলা (বিবাহ অধিকার সুরক্ষা) আইনের চার নম্বর ধারায় বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নাগিনা থানার স্টেশন হাউস অফিসার অজয় ভীর। তিনি জানিয়েছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (হুমকির জন্য শাস্তি) ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারিনী দাবি করেন যে, তাঁর স্বামী তাঁকে হুমকিও দিয়েছেন।
তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গত মাসেও সালাউদ্দিনের বিরুদ্ধে পণপ্রথা নিষিদ্ধকরণ আইনে মামলা রুজু করা হয়েছিল।
ভীর জানিয়েছেন, নুহর একটি গ্রামের বাসিন্দা ২১ বছরের ওই মহিলার অভিযোগ, বৃহস্পতিবার সকালে সালাউদ্দিন তাঁর মাকে ফোন করে তিন তালাক দেন।এভাবে স্ত্রীর সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা করেন সালাউদ্দিন।
এরপর ওই মহিলা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ নতুন আইনে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে।
ভীর জানিয়েছেন, ওই মহিলার স্বামী গাড়ির চালক হিসেবে কাজ করেন। এর আগে ওই মহিলা অভিযোগ করেছিলেন যে, তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পণের দাবিতে তাঁর ওপর অত্যাচার চালাচ্ছিল।
শুক্রবার ওই মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। সংবাদমাধ্যমে সঙ্গে কথা বলতে গিয়ে তাঁরা বলেছেন, তাঁরা বিচার চান।
ওই মহিলার ভাইও এই মামলায় অভিযু্ক্তর কঠোর শাস্তির দাবি করেছেন।
পুলিশ অবশ্য অভিযুক্তকে এখনও গ্রেফতার করেনি।
মুসলিম মহিলা (বিবাহ অধিকার সুরক্ষা) বিলে তাত্ক্ষণিক তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ডের সংস্থান রাখা হয়েছে। সম্প্রতি এই বিল সংসদে অনুমোদিত হয়েছে। পরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ওই বিলে সম্মতি দিয়েছেন।