ধর্ষণ মামলা: প্রতিবার ভোটে দাঁড়াই, আমার বিরুদ্ধে এ ধরনের চক্রান্ত হয়, সাফাই কেন্দ্রীয় মন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
11 Aug 2018 06:56 PM (IST)
NEXT
PREV
নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহেইন তাঁর বিরুদ্ধে পুলিশের দায়ের করা ধর্ষণের অভিযোগের পাল্টা দাবি করলেন, তিনি আগামী লোকসভা ভোটে লড়তে চলেছেন, তার মুখেই তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, তারই অঙ্গ হিসাবে ওই অভিযোগ তোলা হয়েছে।
গতকালই অসম পুলিশ জানায়, ২ আগস্ট কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মহিলা ধর্ষণের অভিযোগে নগাঁও থানায় দায়ের হওয়া মামলার ব্যাপারে তারা তদন্ত চালাচ্ছে।
পরদিনই কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সাংবাদিকদের বললেন, প্রতিবার আমি ভোটে দাঁড়াই, আর আমার বিরুদ্ধে এ ধরনের চক্রান্ত তৈরি হয়। ২০১৬, ২০১১-তেও এমন হয়েছিল। আবার শুরু হয়েছে। তদন্ত চলছে। শীঘ্রই সত্য উদ্ঘাটিত হবে।
নওগাঁ লোকসভা কেন্দ্রের প্রতিনিধি সম্ভবত ২০১৯ এর সাধারণ নির্বাচনকে বোঝাতে চেয়েছেন।
গতকাল গোহেইনের ওএসডি সঞ্জীব গোস্বামী জানান, মন্ত্রী ধর্ষণের অভিযোগ আনা মহিলা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ পেশ করেছেন। মন্ত্রীর বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
যদিও নগাঁও থানার কর্তা অনন্ত দাস বলেছেন, ওই মন্ত্রীরা আদালতে মামলা তুলে নেওয়ার আবেদন করেছেন, যদিও মামলা এখনও বহাল রয়েছে, আমরা আমাদের তদন্ত চালাব।
নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহেইন তাঁর বিরুদ্ধে পুলিশের দায়ের করা ধর্ষণের অভিযোগের পাল্টা দাবি করলেন, তিনি আগামী লোকসভা ভোটে লড়তে চলেছেন, তার মুখেই তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, তারই অঙ্গ হিসাবে ওই অভিযোগ তোলা হয়েছে।
গতকালই অসম পুলিশ জানায়, ২ আগস্ট কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মহিলা ধর্ষণের অভিযোগে নগাঁও থানায় দায়ের হওয়া মামলার ব্যাপারে তারা তদন্ত চালাচ্ছে।
পরদিনই কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সাংবাদিকদের বললেন, প্রতিবার আমি ভোটে দাঁড়াই, আর আমার বিরুদ্ধে এ ধরনের চক্রান্ত তৈরি হয়। ২০১৬, ২০১১-তেও এমন হয়েছিল। আবার শুরু হয়েছে। তদন্ত চলছে। শীঘ্রই সত্য উদ্ঘাটিত হবে।
নওগাঁ লোকসভা কেন্দ্রের প্রতিনিধি সম্ভবত ২০১৯ এর সাধারণ নির্বাচনকে বোঝাতে চেয়েছেন।
গতকাল গোহেইনের ওএসডি সঞ্জীব গোস্বামী জানান, মন্ত্রী ধর্ষণের অভিযোগ আনা মহিলা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ পেশ করেছেন। মন্ত্রীর বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
যদিও নগাঁও থানার কর্তা অনন্ত দাস বলেছেন, ওই মন্ত্রীরা আদালতে মামলা তুলে নেওয়ার আবেদন করেছেন, যদিও মামলা এখনও বহাল রয়েছে, আমরা আমাদের তদন্ত চালাব।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -