অমিত শাহের মেয়ো রোডের সভাকে 'ফ্লপ শো' বলল তৃণমূল
Web Desk, ABP Ananda
Updated at:
11 Aug 2018 05:29 PM (IST)
NEXT
PREV
কলকাতা: অমিত শাহ কলকাতায় সভা করে তৃণমূলকে হটানোর ডাক সহ নানা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার কিছুক্ষণের মধ্যে জবাব দিল রাজ্যের শাসক দল। বিজেপি সভাপতির সমাবেশকে ফ্লপ শো বলে কটাক্ষ করেছে তারা।
ক্ষমতাসীন দলের চাপে মেয়ো রোডের সভার কভারেজ ব্ল্যাক আউট করা হয়েছে বলে অভিযোগ করেন অমিত শাহ। বলেন, চ্যানেলকে ব্ল্যাক আউট করলেও বিজেপি কর্মীরা আমার বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেবেন। অভিযোগ উড়িয়ে পাল্টা বিবৃতি দিয়ে তৃণমূলের দাবি, বাংলায় বিজেপির আরেকটা ফ্লপ শো হয়ে গেল। সভা ব্যর্থ হওয়ার পর বিজেপি এখন ওজর দেখাচ্ছে। বলছে, ওদের সভা ব্ল্যাক আউট করা হয়েছে। ব্ল্যাক আউট, ব্ল্যাকমেলিং বিজেপির স্বভাব। মিডিয়াকে এভাবে অপমান করবেন না। সবাই দেখিয়েছে। অভিযোগ প্রমাণ করুন, নয়তো ইস্তফা দিন।
কলকাতা: অমিত শাহ কলকাতায় সভা করে তৃণমূলকে হটানোর ডাক সহ নানা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার কিছুক্ষণের মধ্যে জবাব দিল রাজ্যের শাসক দল। বিজেপি সভাপতির সমাবেশকে ফ্লপ শো বলে কটাক্ষ করেছে তারা।
ক্ষমতাসীন দলের চাপে মেয়ো রোডের সভার কভারেজ ব্ল্যাক আউট করা হয়েছে বলে অভিযোগ করেন অমিত শাহ। বলেন, চ্যানেলকে ব্ল্যাক আউট করলেও বিজেপি কর্মীরা আমার বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেবেন। অভিযোগ উড়িয়ে পাল্টা বিবৃতি দিয়ে তৃণমূলের দাবি, বাংলায় বিজেপির আরেকটা ফ্লপ শো হয়ে গেল। সভা ব্যর্থ হওয়ার পর বিজেপি এখন ওজর দেখাচ্ছে। বলছে, ওদের সভা ব্ল্যাক আউট করা হয়েছে। ব্ল্যাক আউট, ব্ল্যাকমেলিং বিজেপির স্বভাব। মিডিয়াকে এভাবে অপমান করবেন না। সবাই দেখিয়েছে। অভিযোগ প্রমাণ করুন, নয়তো ইস্তফা দিন।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -