নয়াদিল্লি:  লাফিয়ে বাড়ছে দেশজুড়ে করোনা সংক্রমণ। গতকালের তুলনায় একদিনে আক্রান্তর সংখ্যা বাড়ল প্রায় ২ হাজার। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতের সংখ্যা ছাড়াল ৪ লক্ষ ১৪ হাজার। একদিনে মৃত্যুর সংখ্যা হল ৩ হাজার ৯১৫।করোনায় মোট মৃতের সংখ্যা ছাড়াল ২ লক্ষ ৩৪ হাজার।


দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,১৪,৯১,৫৯৮। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১,৭৬,১২,৩৫১। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৬,৪৫,১৬৪।


গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩,৩১,৫০৭ জন। আইসিএমআর জানিয়েছে, গতকাল পর্যন্ত ভারতে মোট ২৯,৮৬,০১,৬৯৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে গতকাল ১৮,২৬,৪৯০ নমুনা পরীক্ষা করা হয়েছে।


এর আগে বৃহস্পতিবারের পরিসংখ্যাণ অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৪,১২,২৬২। মৃত্যু হয়েছিল ৩,৯৮০ জনের। বৃহস্পতিবারের পরিসংখ্যাণ অনুযায়ী, দেশে সুস্থতার হার কমে হয়েছিল ৮১.৯৯ শতাংশ।


রেলওয়ে জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে ৪০ অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে ২,৫১১ টন লিকুইড মেডিক্যাল অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রেলওয়ে জানিয়েছে, এক্সপ্রেস ট্রেনে ১৬১ ট্যাঙ্কারে এই অক্সিজেন ডেলিভারি করা হয়েছে। সবমিলিয়ে ৪০০ টনের বেশি অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে।


দিল্লিতে পজিটিভির হার গত ১৮ এপ্রিলের পর এই প্রথম ২৫ শতাংশের নিচে নেমে হয়েছে ২৪.২৯ শতাংশ। গত ২২ এপ্রিল এই হার সর্বোচ্চ ৩৩.৩ শতাংশে পৌঁছেছিল। অর্থাৎ, প্রতি তিন জনের মধ্যে একজনেরই নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল।


কর্ণাটকে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা পাঁচ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৯,০৫৮। নতুন করে ৩২৮ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭,২১২। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭,৯০,১০৪। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫,১৭,০৭৫।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ১৬,৪৮,৭৬,২৪৮ জনের টিকাকরণ হয়েছে। গতকাল সন্ধে আটটা পর্যন্ত ১৮-৪৪ বছরের মধ্যে ২.৬২ লক্ষ জনকে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।