নয়াদিল্লি: ধীরে ধীরে দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমছে। দেশের  বেশ কয়েকটি রাজ্যে দৈনিক সংক্রমণের হার অনেকটাই কমেছে। এই রাজ্যগুলিতে নতুন করে আক্রান্তের সংখ্যা কমে গিয়েছে। দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পঞ্জাবের মতো রাজ্যগুলি এই তালিকায় রয়েছে। এই রাজ্যগুলিতে করোনার দাপট অনেকটাই কম হয়েছে।  


দিল্লি
দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ৫৪। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৩২। মৃত ২। দিল্লিতে সবমিলিয়ে করোনা আক্রান্তর সংখ্যা ১৪ লক্ষ ৩৪ হাজার ৬০৮। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৯১২। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৪ লক্ষ ০৮ হাজার ৬৯৯। মৃত্যু হয়েছে ২৪,৯৯৭ আক্রান্তের। 


বিহার
বিহারে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ৭৬। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২০২। বিহারে করোনায় মোট আক্রান্তর সংখ্যা ৭ লক্ষ ২২ হাজার ৬০৩। মোট সুস্থের সংখ্যা ৭ লক্ষ ১১ হাজার ৬৯২। এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ৯,৬০৬। রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ১৩০৪।


ঝাড়খণ্ড
ঝাড়খণ্ডে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। রাজ্যে সবমিলিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫,১১৫। নতুন করে ৫২ জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার ৯৩৭। 


উত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ১২০। তিন আক্রান্তের মৃত্যু হয়েছে একদিনে। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২,৬৪৬। গত ২৪ ঘণ্টায় ১২০ জন নতুন করে আক্রান্ত হওয়ায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ লক্ষ ০৬ হাজার ৭৩৯। 


পঞ্জাব
পঞ্জাবে গত ২৪ ঘণ্টায় ১৩৭ নতুন আক্রান্তের হদিশ মিলেছে। মৃত্যু হয়েছে ১০ জনের। চণ্ডীগড়ে নতুন করে করোনা আক্রান্ত সাত জন। সবমিলিয়ে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৬১,৭৪০। পঞ্জাবে মোট আক্রান্তর সংখ্যা ৫ লক্ষ ৯৬ হাজার ৫৫০। মৃতের সংখ্যা ১৬,১২২। বর্তমানে চিকিৎসাধীন ২,১১৮ করোনা আক্রান্ত। 


গোয়া
গোয়াতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ১৩০। সুস্থের সংখ্যা ২৮১। মৃত্যু হয়েছে ২ জনের। সবমিলিয়ে সেখানে করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ৫৬৬। অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১,৯৩৪। গোয়ায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,০৭৫।


মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ৩২। সেইসঙ্গে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লক্ষ ৯০ হাজার ০১৫। গত একদিনে মৃত্যু হয়েছে ছয় জনের। সবমিলিয়ে রাজ্যের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,০১৫। সরকারি সূত্রে জানানো হয়েছে, রাজ্যের ৫২ জেলার ৩৮ টিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। রাজ্যের ১৪ জেলায় এই মুহূর্তে কোনও করোনা আক্রান্ত নেই। 


রাজস্থান
রাজস্থানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫৫। মৃত্যু হয়েছে তিন জনের। সবমিলিয়ে এই মারণ ভাইরাসে রাজ্যে মৃতের সংখ্যা ৮,৯৪১। সরকারি পরিসংখ্যাণ অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থের সংখ্যা ১৪০। বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১০৯২।


গুজরাত
গুজরাতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৬২। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ৮ লক্ষ ২৩ হাজার ৮৯৫। সবমিলিয়ে মৃতের সংখ্যা ১০,০৭১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯৪। রাজ্যে এখন ২৩৩৩ আক্রান্ত চিকিৎসাধীন।