নয়াদিল্লি: খুব তাড়াতাড়িই কি দৈনিক এক লাখ সংক্রমণের গণ্ডি ছুঁতে চলছে ভারত? করোনাকালে সেই আশঙ্কাই জোরাল হল গত ২৪ ঘণ্টার তথ্যে। কেন্দ্রীয় বৈঠকে করোনা মোকাবিলায় সব রকম ভাবে সতর্ক ও তৎপর হতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভিড সংক্রমণে দেশে শীর্ষে থাকা মহারাষ্ট্রে আজ থেকে চালু হল নাইট কার্ফু ৷
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে কি আরও ভয়াবহ হয়ে উঠছে করোনা? সেকেন্ড ওয়েভে দৈনিক সংক্রমণ কি এক লক্ষের গণ্ডি পার করে দেবে? দেশে দৈনিক করোনা সংক্রমণ ৯০ হাজার পর করে দেওয়ার পর উঠতে শুরু করেছে এই প্রশ্ন! রবিবার দৈনিক সংক্রমণের নিরিখে গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে টপকে গিয়েছে ভারত।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ২৪৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫১৩ জনের। দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৬২৩ ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংক্রমণের প্রায় ৮২ শতাংশই মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তীসগঢ়, দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পঞ্জাব ও মধ্যপ্রদেশ----এই ৮ রাজ্যে।
এই পরিস্থিতিতে রবিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর বৈঠকে, আরও বেশি সংখ্যায় করোনা পরীক্ষা, করোনা আক্রান্ত বা উপসর্গ আছে এমন মানুষদের চিহ্নিতকরণ, করোনা চিকিৎসার উন্নত পরিকাঠামো এবং করোনার টিকাকরণের মতো বিষয়গুলির ওপর জোর দেওয়া হয়।
সূত্রের খবর, কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বলা হয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে আরও বেশি সচেতন হতে হবে। বিশেষ করে মাস্কের ব্যবহার, দূরত্ব বিধি মেনে চলা, পরিচ্ছন্নতার ওপর জোর দিতে হবে। বর্তমানে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এ রাজ্যের সর্বত্র চলছে মিছিল, জনসভা, রোড শো। বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার কর্মী সমর্থক ভিড় করছেন তাতে। এই পরিস্থিতিতে এখানেও বাড়ছে করোনার সংক্রমণ।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১ হাজার ৯৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯৩ হাজার ৬১৫।
করোনায় গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩৪৪ জনের। অন্যদিকে ঝড়ের গতিতে করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে, মহারাষ্ট্রে জারি করা হল ১৪৪ ধারা। সকাল সাতটা থেকে রাত ৮টা পর্যন্ত একসঙ্গে ৫ জনের বেশি জমায়েত হওয়া যাবে না।এদিকে রবিবার থেকেই নাইট কার্ফু ঘোষণা করেছে উদ্ধব সরকার।সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত জারি থাকবে লকডাউন।
করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় নিজেই একথা জানিয়েছেন বলিউডের খিলাড়ি।
করোনা আক্রান্ত হয়েছেন অপর এক অভিনেতা গোবিন্দও। কোভিড বিধি মেনে দু’জনেই এখন নিভৃতাবাসে রয়েছেন।