কলকাতা: রাজ্যে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। রবিবার সংক্রমণের সংখ্যা শনিবারের পরিসংখ্যানকেও ছাপিয়ে গেল। রবিবার, ৪ এপ্রিল রাজ্যে মোট ১৯৫৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন রাজ্যে মোট ২৬ হাজার ৭৬৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে সংক্রমণ বাড়ায় উদ্বেগে চিকিৎসক ও বিশেষজ্ঞরা।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে কি আরও ভয়াবহ হয়ে উঠছে করোনা? সেকেন্ড ওয়েভে দৈনিক সংক্রমণ কি এক লক্ষের গণ্ডি পার করে দেবে? দেশে দৈনিক করোনা সংক্রমণ ৯০ হাজার পার করে দেওয়ার পর উঠতে শুরু করেছে এই প্রশ্ন! রবিবার দৈনিক সংক্রমণের নিরিখে গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে টপকে গিয়েছে ভারত।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ২৪৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫১৩ জনের। দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৬২৩ ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংক্রমণের প্রায় ৮২ শতাংশই মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তীসগঢ়, দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পঞ্জাব ও মধ্যপ্রদেশ - এই ৮ রাজ্যে।
এই পরিস্থিতিতে রবিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আরও বেশি সংখ্যায় করোনা পরীক্ষা, করোনা আক্রান্ত বা উপসর্গ আছে এমন মানুষদের চিহ্নিতকরণ, করোনা চিকিৎসার উন্নত পরিকাঠামো এবং করোনার টিকাকরণের মতো বিষয়গুলির ওপর জোর দেওয়া হয় বৈঠকে।
বাংলাতেও ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা। রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে। প্রার্থীদের বিরুদ্ধে করোনাবিধি না মেনে প্রচারের অভিযোগ উঠছে অহরহ। বীরভূমের মুরারইয়ে তৃণমূলের প্রার্থী বদল করতে হয়েছে করোনার জেরে। আব্দুর রহমানের বদলে নতুন প্রার্থী হয়েছেন মোশারফ হোসেন। করোনা আক্রান্ত হওয়ায় প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। করোনা আক্রান্ত আব্দুর রহমান হাসপাতালে ভর্তি। ২৯ এপ্রিল শেষ দফায় বীরভূমের মুরারইয়ে ভোট।