নয়াদিল্লি:  ভ্যাকসিনের আকাল। এরইমধ্যে আজ থেকে শুরু করোনার বিরুদ্ধে তৃতীয় পর্বের টিকাকরণ অভিযান। এই পর্যায়ে ১৮-৪৫ বছর বয়সীদের টিকা দেওয়া হবে। কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিন না থাকার কারণ দেখিয়ে অনেকগুলি রাজ্যই বলেছে যে, শনিবার থেকে তারা এই পর্বের টিকাকরণ অভিযান শুরু করতে পারবে না। 
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছিল যে, রাজ্যগুলির কাছে এখন এক কোটি টিকার ডোজ রয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও ২০ লক্ষ ডোজ তারা পাবে। মন্ত্রক আরও জানিয়েছে, কেন্দ্র এখনও পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ১৬১.৬ মিলিয়ন টিকা ডোজ নিখরচায় পাঠিয়েছে। 
মহারাষ্ট্র ও গুজরাতের মতো রাজ্য শনিবার থেকে তৃতীয় পর্বের টিকাকরণের ঘোষণা করেছে। গুজরাটের ১০ টি জেলায় এই অভিযান চলবে। 
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন যে, রাজ্যের হাতে ৩ লক্ষ ডোজ রয়েছে। কিন্তু ১৮ ঊর্ধ্বদের জন্য টিকাকরণ অভিযান শনিবার থেকেই শুরু হবে। 
এখন দেখে নেওয়া যাক-কোন রাজ্যগুলিতে আজ থেকে তৃতীয় পর্বের টিকাকরণ শুরু হচ্ছে না


দিল্লি- মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ১ মে থেকে  ১৮-৪৪ বছর বয়সের ব্যক্তিদের করোনা ভ্যাকসিন কেন্দ্রগুলির বাইরে লাইনে না দাঁড়াতে বলেছেন। তিনি জানিয়েছেন, দিল্লির হাতে এখনও পর্যাপ্ত ভ্যাকসিন নেই। ৩ মে-র মধ্যে ৩ লক্ষ কোভিশিল্ডের ডোজ হাতে আসবে বলে আশা করা হচ্ছে।  মুখ্যমন্ত্রী বলেছেন, দিল্লি সরকার কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের ৬.৭ মিলিয়ন ডোজের অর্ডার দিয়েছে। যেগুলি তিন মাসের মধ্যে পাওয়া যাবে। কোম্পানিগুলি পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাদ করলে আগামী তিনমাসে সবাইয়ের টিকাকরণের লক্ষ্য নেওয়া হয়েছে।


কর্ণাটক-রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেছেন, শনিবার থেকে অভিযান শুরুর মতো পর্যাপ্ত ভ্যাকসিন মজুত নেই। রাজ্য ১ কোটি ডোজের অর্ডার দিয়েছে। কিন্তু সেগুলি শনিবার থেকে হাতে পৌঁছতে শুরু করবে না। তাই ১৮-৪৫ বছর বয়সের ব্যক্তিদের টিকা নিতে হাসপাতালগুলিতে না যাওয়ার অনুরোধ জানিয়েছি। 


গোয়া- রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত বলেছেন, যখন হাতে পর্যাপ্ত ভ্যাকসিন থাকবে, তখন ১৮-৪৫ বছর বয়সের ব্যক্তিদের টিকাকরণের কাজ শুরু করবে রাজ্য। গোয়া সরকার ৫ লক্ষ ডোজের অর্ডার দিয়েছে সিরাম ইন্সস্টিটিউটকে।


মধ্যপ্রদেশ- মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলেছেন, ১ মে থেকে রাজ্যে তৃতীয় পর্বের টিকাকরণ অভিযান শুরু হচ্ছে না। কারণ, ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলি এখনই এর জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহের জায়গায় নেই। 
পশ্চিমবঙ্গ-  রাজ্য সরকার জানিয়েছে, পর্যাপ্ত ভ্যাকসিন ডোজ যখন হাতে পাওয়ার পরই ১৮-৪৫ বছর বয়সীদের টিকাকরণ অভিযান শুরু হবে। ৪৫ বছরের বেশি ব্যক্তিদের টিকাকরণের কাজ চলবে। 


পঞ্জাব-রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিংহ সিধু বলেছেন যে, ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ অভিযান শুরুর ক্ষেত্রে দেরি হতে পারে, কারণ রাজ্যের হাতে পর্যাপ্ত টিকার ডোজ নেই। 



অন্ধ্রপ্রদেশ- মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি বলেছেন, ১৮-৪৫ বছর বয়সের ব্যক্তিদের ভ্যাকসিন পেতে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। 



ঝাড়খণ্ড- রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তা বলেছেন যে, ১ মে থেকে ১৮-৪৫ বছরের ব্যক্তিদের টিকাকরণ অভিযান রাজ্য শুরু করছে না। উৎপাদনকারী সংস্থাগুলির সরবরাহে বিলম্বের কারণেই ১ মে থেকে এই অভিযান শুরু করা যাচ্ছে না। দুটি কোম্পানিই জানিয়েছে, কেন্দ্র ইতিমধ্যে ১২০ মিলিয়ন ডোজের বরাত দিয়ে রেখেছে। তাই ১৫ মে-র আগে তারা আমাদের ভ্যাকসিনের ডোজ সরবরাহ করতে পারবে না। 



উত্তরপ্রদেশ-স্বাস্থ্যমন্ত্রী জয়প্রতাপ সিংহ বলেছেন, রাজ্যের হাতে ভ্যাকসিনের ডোজ মজুত নেই। ভ্যাকসিনের জন্য গ্লোবার টেন্ডার ডাকা হয়েছে। এক্ষেত্রে এখনও কোনও সাড়া পাওয়া যায়নি। দুটি উৎপাদক সংস্থাকে ৫০ লক্ষ ডোজের বরাত দেওয়া হয়েছে। কিন্তু এখনও কোনও ডোজ হাতে আসেনি। এখন যে ডোজ মজুত রয়েছে, তা ৪৫ ঊর্ধ্বদের দেওয়া হবে, যা হবে দ্বিতীয় ডোজ। 
জম্মু ও কাশ্মীর- কেন্দ্রশাসিত এই অঞ্চল জানিয়েছে যে, ১ মে থেকে সেখানে তৃতীয় পর্বের টিকাকরণ অভিযান শুরু হচ্ছে না। সরবরাহ পাওয়ার সংস্থান হলে এই পর্বের টিকাকরণ অভিযানের দিন ঘোষণা করা হবে।


 


জম্মু ও কাশ্মীর- কেন্দ্রশাসিত এই অঞ্চল জানিয়েছে যে, ১ মে থেকে সেখানে তৃতীয় পর্বের টিকাকরণ অভিযান শুরু হচ্ছে না। সরবরাহ পাওয়ার সংস্থান হলে এই পর্বের টিকাকরণ অভিযানের দিন ঘোষণা করা হবে।