কলকাতা : করোনা আবহে যাত্রী-অভাবের কারণ দেখিয়ে হাওড়া ও শিয়ালদা থেকে ৭ জোড়া স্বল্প দূরত্বের স্পেশাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন,  ৩ মে থেকে বাতিল করা হচ্ছে মালদা-নবদ্বীপ ধাম স্পেশাল ট্রেন। পরের দিন থেকে বাতিল ফিরতি ট্রেন।


পাশাপাশি, ৪ তারিখ থেকে বাতিল হচ্ছে হাওড়া-বোলপুর, বোলপুর-হাওড়া, শিয়ালদা-আসানসোল, আসানসোল-শিয়ালদা, হাওড়া-সিউড়ি, সিউড়ি-হাওড়া, দিঘা-আসানসোল, আসানসোল দিঘা ,স্পেশাল, আসানসোল-টাটা এবং টাটা-আসানসোল স্পেশাল।

চারদিকে করোনা বেডের জন্য হাহাকার। এই পরিস্থিতিতে বেডের ঘাটতি মেটাতে তত্পর রেল। যুদ্ধকালীন তত্পরতায় ট্রেনের কামরায় তৈরি করা হল আইসোলেশন ওয়ার্ড। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র হাওড়া ডিভিশনে ১০৩টি কোচকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে প্রস্তুত করা হয়েছে। এখানে করোনা বেড রয়েছে ১ হাজার ৬৫০টা। প্রতিটি কোচে থাকছে ২টো করে অক্সিজেন সিলিন্ডার। এছাড়াও, প্রতিটি কোচে ২ জন করে চিকিত্সক থাকবেন। রাজ্য সরকার আবেদন জানালেই তাদের হাতে এই আইসোলেশন কোচগুলো তুলে দেওয়া হবে, জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বেশ কিছুদিন ধরেই একের পর এক রেলকর্মী আক্রান্ত হচ্ছেন করোনায়। এর জন্য গত ২১ এপ্রিল, বেশ কয়েকটি লাইনে ট্রেন পরিষেবা কমানোর ঘোষণা করা হয় রেলওয়ের তরফে।  হাওড়া ও শিয়ালদা ডিভিশন মিলিয়ে বাতিল করা হয় একাধিক প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন। হাওড়া ডিভিশনে আজ ১৬টা প্যাসেঞ্জার ও ১৯ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে, শিয়ালদা ডিভিশনে ২১ এপ্রিল বাতিল করা হয় ৩৩ জোড়া লোকাল ট্রেন। যদিও দুই ডিভিশনেই মেল ও এক্সপ্রেস ট্রেন সময়সূচি অনুসারে চালানো হবে বলে জানায় রেল কর্তৃপক্ষ । 

অন্যদিকে, করোনা পরিস্থিতির জেরে গত সোমবার থেকেই মেট্রোর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। মেট্রোর কর্মীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলায় এই সিদ্ধান্ত বলে জানায় মেট্রো রেল। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মেট্রোর সংখ্যা কমানো হয়। ২৫৮টির বদলে ২৩৮টি মেট্রো চলে এই ক’দিন। শনিবার চলবে ২১৮টি মেট্রো। রবিবার চলবে ১০০ টি।