কলকাতা: রাশিয়া বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো ভারতেও চলছে ভ্যাকসিন নিয়ে গবেষণা। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ। তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। কেউ যদি এই ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দিতে চান, তাহলে কী করতে হবে দেখে নেওয়া যাক-

মহারাষ্ট্রের পুণেতে চলছে অক্সফোর্ডের কোভিশিল্ডের গবেষণা। এই গবেষণা চালাচ্ছে সিরাম ইনস্টিটিউট। এই ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দিতে হলে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে-

  • বয়স হতে হবে ১৮ থেকে ৯৯ বছরের মধ্যে।

  • পুরুষ বা মহিলা, যে কোনও লিঙ্গের মানুষই যোগ দিতে পারেন।

  • যাঁরা ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দেবেন, তাঁদের লিখিত সম্মতি থাকতে হবে।

  • গবেষণা যেখানে চলছে সেখানে থাকতে হবে এবং যাবতীয় বিধি মেনে চলতে হবে।

  • চিকিৎসা সংক্রান্ত ইতিহাস এবং বর্তমান শারীরিক অবস্থা অনুযায়ী সুস্থ বলে বিবেচিত ব্যক্তিরাই ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দিতে পারবেন।

  • সন্তানের জন্ম দেওয়ার সম্ভাবনা রয়েছে এমন কোনও মহিলা যদি ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দিতে চান, তাহলে গবেষণা শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে তাঁর ইউরিন প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ হতে হবে।


 

এবার দেখে নেওয়া যাক, কারা ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দিতে পারবেন না-

  • যদি কারও জ্বর সহ বা জ্বর ছাড়া কঠিন অসুখ থাকে।

  • বাড়িতে বা অফিসে ঘনিষ্ঠ কারও যদি করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

  • কারও শরীরে যদি করোনার অ্যান্টিবডি থাকে।

  • আরটি-পিসিআর পরীক্ষায় অতীতে বা বর্তমানে করোনা ভাইরাস ধরা পড়লে।

  • অতীতে কোনও ভ্যাকসিন নিয়ে অ্যালার্জি বা অন্য কোনওরকম শারীরিক সমস্যা হলে।

  • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে।


এইসব শর্ত পূরণ করে যদি কেউ কোভিশিল্ডের ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দিতে চান, তাহলে সিরাম ইনস্টিটিউটের মেডিক্যাল ডিরেক্টর ড. প্রসাদ কুলকার্নির সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিকানা- সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ২১২/২, হাদাপসার, পুণে-৪১১০২৮। ফ্যাক্স নম্বর-০০৯১২০২৬৯৯৩৯৪৫। ই-মেল আইডি- drpsk@seruminstitute.com।

কেউ যদি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দিতে চান, তাহলে যোগাযোগ করতে হবে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের হোলটাইম ডিরেক্টর ড. ভি কৃষ্ণ মোহনের সঙ্গে। ঠিকানা-বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, মেডিক্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, জেনোম ভ্যালি, শামিমপেট, মেডচল, তেলঙ্গানা-৫০০০৭৮। ফ্যাক্স নম্বর-০৪০২৩৪৮০৫৬০। ই-মেল আইডি- kmohan@bharatbiotech.com ।

ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞ স্নেহেন্দু কোনার জানিয়েছেন, ‘কেউ যদি কোভ্যাক্সিন বা কোভিশিল্ড ভ্যাকসিনের ট্রায়ালে যোগ দিতে ইচ্ছুক হন, তাহলে ফোন বা ই-মেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। গবেষণা যেখানে হচ্ছে সেখানে থাকতে হবে, গবেষণার বিষয়ে সম্মতি দিতে হবে, গবেষণার জন্য সংগ্রহ করা নমুনা সংরক্ষণ এবং ভবিষ্যতে ব্যবহারের বিষয়েও অনুমতি দিতে হবে এবং গবেষণা চলাকালীন অন্য কোনও ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দেওয়া চলবে না। কেউ যদি গবেষণায় যোগ দিতে ইচ্ছুক থাকেন অথচ যোগ্য কি না, সে বিষয়ে সংশয় থাকে, তাহলে গবেষকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’

কারা ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দিতে পারবেন

  • বয়স হতে হবে ১২ থেকে ৬৫ বছরের মধ্যে।

  • লিখিত ও অডিও-ভিস্যুয়াল সম্মতিপত্র দিতে হবে।

  • কোনও অসুস্থতা থাকবে না। হৃদস্পন্দন, রক্তচাপ স্বাভাবিক থাকবে।

  • গবেষণা যেখানে চলছে সেখানে থাকতে হবে এবং যাবতীয় বিধি মেনে চলতে হবে।

  • সন্তানের জন্ম দেওয়ার সম্ভাবনা রয়েছে এমন কোনও মহিলা যদি ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দিতে চান, তাহলে গবেষণা শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে তাঁর ইউরিন প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ হতে হবে।


 

কারা ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দিতে পারবেন না-

  • যদি কারও জ্বর সহ বা জ্বর ছাড়া কঠিন অসুখ থাকে।

  • বাড়িতে বা অফিসে ঘনিষ্ঠ কারও যদি করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

  • কারও শরীরে যদি করোনার অ্যান্টিবডি থাকে বা করোনার অন্য কোনও গবেষণার অংশ হিসাবে প্রতিষেধক নিয়ে থাকেন।

  • অতীতে কোনও ভ্যাকসিন নিয়ে অ্যালার্জি বা অন্য কোনওরকম শারীরিক সমস্যা হলে।