পঠানকোট: পঞ্জাবের পঠানকোটে ডাকাত দলের হামলায় প্রাণ হারালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার কাকা অশোক কুমার (৫৮)। তিনি সরকারি ঠিকাদার ছিলেন। ডাকাত দলের হামলায় তাঁর পরিবারের চার সদস্য জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ক্রিকেটমহলে জল্পনা, এই কারণেই আইপিএল-এ না খেলেই দেশে ফিরে এসেছেন রায়না। তিনি কাকার বাড়িতেও যেতে পারেন বলে জানা গিয়েছে।


পঠানকোটের সিনিয়র পুলিশ সুপার গুলনীত সিংহ খুরানা জানিয়েছেন, ‘১৯ অগাস্ট গভীর রাতে পঠানকোটের মাধোপুরের কাছে থরিয়াল গ্রামে অশোক কুমারের বাড়িতে লুঠের উদ্দেশে হামলা চালায় ‘কালে কচ্ছেওয়ালা গ্যাং’। সেই সময় বাড়ির সবাই ঘুমোচ্ছিলেন। অশোক কুমারের মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মা সত্য দেবী (৮০), স্ত্রী আশা দেবী, ছেলে আপিন ও কুশল জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়। সত্য দেবীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকিদের চিকিৎসা চলছে। ডাকাতরা টাকা ও সোনার গয়না নিয়ে পালায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।’