নয়াদিল্লি: করোনা লকডাউনের জন্য বিশাল অঙ্কের রাজস্ব ঘাটতি হয়েছে। তা পুষিয়ে নিতে এবার পেট্রোল-ডিজেলের উপর বাড়তি উৎপাদন শুল্ক চাপিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার ঘোষণা করা হয়েছে, পেট্রোল ও ডিজেলে লিটার প্রতি যথাক্রমে ১০ ও ১৩ টাকা উৎপাদন শুল্ক বসানো হচ্ছে। এর থেকে সরকারের আয় হবে ১.৬ লক্ষ কোটি টাকা। যে অর্থ রাজস্ব পরিকাঠামো ছাড়াও উন্নয়ন খাতে খরচ করার কথা। তবে জ্বালানির বর্ধিত দাম এখানেই থামছে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। আগামীদিনে আরও বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম।
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন জারি হয়েছে দেশজুড়ে। যার প্রভাব পড়েছে রাজ্যগুলির জিএসটি বাবদ আয়ের উপরও। যা পুষিয়ে নিতে জ্বালানি এবং মদের উপর বাড়তি শুল্ক বসাচ্ছে রাজ্য সরকারগুলি। লকডাউনের কারণে এপ্রিলে জিএসটি থেকে আয়ের প্রায় ৮০-৯০% ক্ষতি হয়েছে কেরল, তামিলনাড়ু, অসম এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যের।


ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের উপর শুল্ক বাড়িয়েছে দিল্লি, পঞ্জাবের মতো রাজ্যগুলো। প্রতি লিটার পেট্রোলে ১.৬৭ টাকা ও প্রতি লিটার ডিজেলে ৭.১০ টাকা ভ্যাট চাপিয়েছে কেজরীবাল সরকার। যার জেরে, রাজধানীতে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৭১.২৬ টাকা ও ৬৯.৩৯ টাকা। একইভাবে পঞ্জাবেও পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে।