লেহ: ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। এবার কি মৃত্যুও হল? লাদাখের সোনম নোরবু হাসপাতালে আজ সকালে এক রোগীর মৃত্যুতে এই সন্দেহই তৈরি হয়েছে। মৃত ব্যক্তির নাম আলি মহম্মদ (৭৩)। তিনি লেহ-র বাসিন্দা। প্রচণ্ড জ্বর নিয়ে গতকাল তিনি হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। যদি পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়ে, তাহলে ভারতে এই কারণে এটাই প্রথম মৃত্যু হবে।
লাদাখের পর্যটন সচিব রিঙ্গজিন সেমফল জানিয়েছেন, মৃত ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা যায়নি। ইউরিন ইনফেকশন ও জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর মৃত্যুর কারণ সেটাই। তবে করোনা ভাইরাস সংক্রান্ত যে নতুন নির্দেশিকা এসেছে, সেটা মেনেই নমুনা পরীক্ষা করা হচ্ছে।
যদিও সূত্রের খবর, মৃত ব্যক্তি গত ২৬ ফেব্রুয়ারি করোনা ভাইরাসে আক্রান্ত দু’জনের সংস্পর্শে আসেন। লেহ বিমানবন্দরে তাঁর শারীরিক পরীক্ষায় অবশ্য সংক্রমণ ধরা পড়েনি। ফলে তিনি বাড়ি চলে যান। কিন্তু অভিযোগ, বিমানবন্দরে ঠিকমতো পরীক্ষা করা হয়নি। তাঁর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
লাদাখের হাসপাতালে মৃত্যু এক রোগীর, সন্দেহ করোনা ভাইরাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Mar 2020 02:59 PM (IST)
যদি পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়ে, তাহলে ভারতে এই কারণে এটাই প্রথম মৃত্যু হবে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -