নয়াদিল্লি: বান্ধবীর মন জয় করতে গিয়ে আটটি বাইক চুরি করে গ্রেফতার হলেন এক যুবক ও তাঁর বন্ধু। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দিল্লিতে। দুই যুবকই তাঁদের অপরাধ স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে খবর, বাইক না থাকায় ভ্যালেন্টাইনস ডে-তে ললিত নামে এক যুবককে উপহাস করেন তাঁর বান্ধবী। এরপরেই বাইক চুরি করার সিদ্ধান্ত নেন ললিত। তিনি বন্ধু শাহিদের সঙ্গে মিলে পরিকল্পনা করে একের পর এক বাইক চুরি করতে থাকেন। বেশ কয়েকটি বাইক চুরির অভিযোগ আসায় নড়েচড়ে বসেন তদন্তকারীরা। তাঁরা এই ঘটনার তদন্ত শুরু করেন। শুক্রবার পুলিশের কাছে খবর আসে, দ্বারকা অঞ্চলে আছেন দুই সম্ভাব্য অপরাধী। তাঁদের ধরতে ফাঁদ পাতেন পুলিশকর্মীরা। ওই দুই যুবক যে বাইকে চড়ে দ্বারকা অঞ্চলে আসেন, সেটির কোনও নম্বর প্লেট ছিল না। বাইকটির দাম ১.৮০ লক্ষ টাকা। বাইকটি দাঁড় করিয়ে ললিত ও শাহিদকে গ্রেফতার করে পুলিশ।
তদন্তকারীরা আরও জানিয়েছেন, যে বাইকটি চড়ে ধৃতরা দ্বারকা অঞ্চলে পৌঁছন, সেটির ইঞ্জিন ও চেসিস নম্বর দেখে জানা গিয়েছে, সেটি ২১ ফেব্রুয়ারি দিল্লির বিন্দাপুর অঞ্চল থেকে চুরি যায়। জেরার মুখে ধৃতরা জানান, তাঁরা আরও সাতটি বাইক চুরি করেছেন। ললিত আদতে বিহারের বাসিন্দা। তিনি নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি একটি জল শোধনাগারে কাজ করতেন। বান্ধবীর কথায় আহত হয়েই তিনি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন।
বাইক না থাকায় ভ্যালেন্টাইনস ডে-তে উপহাস করেছিলেন বান্ধবী, আটটি চুরি করে ধৃত যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Mar 2020 02:36 PM (IST)
ললিত আদতে বিহারের বাসিন্দা। তিনি নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -