নয়াদিল্লি: এবার রাজস্থানের জয়পুরে এক ইতালীয় পর্যটকের শরীরে করোনাভাইরাসের প্রমাণ মিলল। এই নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬। এর আগে, সোমবার, দিল্লি ও তেলঙ্গনায় দুজন ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে।


জয়পুর হাসপাতাল সূত্রে খবর, প্রথম পরীক্ষার ফল 'নেগেটিভ' আসে। কিন্তু, দ্বিতীয় পরীক্ষায় 'পজিটিভ' মিলেছে। জানা গিয়েছে, ওই বিদেশি পর্যটককে আইসেলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। তৃতীয় পরীক্ষা খুব শীঘ্রই করা হবে। পাশাপাশি, ওই পর্যটকের সংস্পর্শে এসেছেন এমন ১৫ জন চিকিৎসক ও হাসপাতাল কর্মীকেও পরীক্ষা করে দেখা হবে।


রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা বলেন, ওই ব্যক্তি ২৯ তারিখ ইতালি থেকে ভারতে এসেছেন। তাঁকে, জয়পুরের সওয়াই মানসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাঁর রক্তের নমুনা স্থানীয় ল্যাবে পাঠানো হয়। সেখানে নেগেটিভ আসে। দ্বিতীয় নমুনা পাঠানো হয় পুণে। সেখানে করোনাভাইরাসের প্রমাণ মেলে।


এর আগে, সোমবারই কেন্দ্রের তরফে জানানো হয়, দুজনের দেহে করোনার উপস্থিতির প্রমাণ মিলেছে। একটি দিল্লিতে এবং অপরটি তেলঙ্গনায়। এর মধ্যে, দিল্লিতে আক্রান্ত ব্যক্তিও ইতালির নাগরিক। অন্যদিকে, তেলঙ্গনার বাসিন্দা সম্প্রতি দুবাই থেকে এসেছেন বলে জানা গিয়েছে।


এপ্রসঙ্গে, কেন্দ্র জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, সর্বোচ্চ পর্যায়ে নজরদারি চলছে। ১২টি দেশ থেকে আসা ব্যক্তিদের স্ক্রিনিং করা হচ্ছে। ইতিমধ্যেই, নেপাল-সীমান্তের ১০ লক্ষ মানুষকে স্ক্রিনিং করা হয়েছে।


ইতিমধ্যই, এয়ার ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে গত ২৫ তারিখ ভিয়েনা-দিল্লি ফ্লাইটের ক্রুকে স্বেচ্ছায় ১৪ দিন গৃহবন্দি থাকতে। প্রসঙ্গত, দিল্লিতে আক্রান্ত ইতালীয় ব্যক্তি ওই বিমানে করে ভারতে এসেছিলেন। ফলত, ওই বিমানের ১০ জন ক্রু সদস্যকে গৃহবন্দি থাকার পরামর্শ দেওয়া হয়।


এদিকে, ভারতে করোনা-হানার আতঙ্কে ধস নেমেছে দেশের শেয়ার বাজারে। টানা সাতদিন ধরে পতন হয়েছে শেয়ার বাজারে।