নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছেন নরেন্দ্র মোদি! সোমবার রাত আটটা নাগাদ ট্যুইট করে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী। যে ঘোষণা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। কেন এরকম  পদক্ষেপ করার কথা ভেবেছেন তিনি, তা নিয়ে চলছে জোর জল্পনা।


সোমবার ট্যুইটারে মোদি লিখেছেন, ‘ভাবছি এই রবিবার সোশ্যাল মিডিয়ায় সমস্ত অ্যাকাউন্ট – ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউব ছেড়ে দেব।’ সঙ্গে তিনি আরও লেখেন, ‘আপনাদের জানানোর জন্য পরে আরও পোস্ট করব।’



প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর মুহূর্তেই শোরগোল পড়ে যায়। যিনি দেশের মসনদে বসার পর ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়ার কথা বলেছিলেন, বিভিন্ন লেনদেন যিনি নগদহীন করে দেওয়ার কথা বলে এসেছেন সর্বক্ষণ, সেই মোদি কেন আচমকা সোশ্যাল মিডিয়া বর্জনের এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলেও জোর জল্পনা। আচমকা এই ঘোষণার কথা জেনে বিস্মিত সকলেই।

ফেসবুকে মোদির মোট ফলোয়ার ৪ কোটি ৪০ লক্ষ। ট্যুইটারে ৫ কোটি ২০ লক্ষ মানুষ মোদিকে ফলো করেন। ইনস্টাগ্রামে সেই সংখ্যাটা সাড়ে তিন লক্ষেরও বেশি। ইউটিউবে ৪৫ লক্ষ ফলোয়ার রয়েছে মোদির।

সোমবার মোদি ট্যুইটারে ঘোষণা করার পরই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে বিস্ময় প্রকাশ করার পাশাপাশি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনেকেই প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে শুরু করেছেন।